For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই ভারত বনাম থাইল্যান্ড! কারা থাকবেন প্রথম একাদশে - এক নজরে ২৩ সদস্যের ভারতীয় দল

থাইল্যান্ডের ম্যাচের আগে এক নজরে দেখে নেওয়া যাক এএফসি এশিয়ান কাপ ২০১৯-এর ২৩ সদস্যের ভারতীয় দল এবং এই ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ।
 

Google Oneindia Bengali News

রবিবার (৬ জানুয়ারি), আবু ধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ ২০১৯ অভিযান শুরু করতে চলেছে ভারত। দুই বছর ধরে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলে ও গত একবছর ধরে প্রস্তুতি নিয়েছেন সুনীলরা। বিশেষজ্ঞরা প্রথম ম্যাচে ভারতের অলআউট যাওয়ার ব্যাপারে নিষেধ করলেও ভারতের কোচ স্টিফেন কনস্টানটাইন বলে দিয়েছেন প্রথম ম্য়াচ জিততেই হবে।

এদিকে শনিবার এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বাহরিন ও আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। সেই ম্যাচ ১-১ ফলে অমিমাংসিত থেকেছে। ফলে প্রথম ম্যাচে জিতলে কিন্তু নকআউটে ওঠার দিকে অনেকটাই এগিয়ে যাবে ভারত। ২৩ জনের দল নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছেন কনস্টানটাইন। দলে একমাত্র ইস্টবেঙ্গলের রক্ষণভাগের সালাম রঞ্জন সিং ছাড়া বাকিরা সবাই আইএসএল-এর দলে খেলেন।

প্রথম ম্যাচে নামার আগে একনজরে দেখে নেওয়া যাক ভারতের ২৩ জনের স্কোয়াড। মাইখেল বেঙ্গলি এখানে এদিনের ম্য়াচের সম্ভাব্য প্রথম একাদশও বেছে নিল।

গোলরক্ষক

গোলরক্ষক

গুরুপ্রিত সিং সান্ধু
ক্লাব - বেঙ্গালুরু এফসি, ভারতের জার্সিতে - ২৬ ম্য়াচ, ক্লিন শিট - ১১

অমরিন্দর সিং
ক্লাব - মুম্বই সিটি এফসি, ভারতের জার্সিতে - ২ ম্য়াচ, ক্লিন শিট - ০

বিকাশ কাইথ
ক্লাব - এফসি পুনে সিটি, ভারতের জার্সিতে - ৪ ম্য়াচ, ক্লিন শিট - ২

রক্ষণ

রক্ষণ

প্রীতম কোটাল
ক্লাব - এটিকে, ভারতের জার্সিতে - ২৮ ম্য়াচ, গোল - ০

সার্থক গোলুই
ক্লাব - এফসি পুনে সিটি, ভারতের জার্সিতে - ৩ ম্য়াচ, গোল - ০

সন্দেশ ঝিঙ্গন
ক্লাব - কেরল ব্লাস্টার্স, ভারতের জার্সিতে - ২৭ ম্য়াচ, গোল - ৪

আনাস এডাথোড়িকা
ক্লাব - কেরল ব্লাস্টার্স, ভারতের জার্সিতে - ১০ ম্য়াচ, গোল - ০

সালাম রঞ্জন সিং
ক্লাব - ইস্টবেঙ্গল, ভারতের জার্সিতে - ১০ ম্য়াচ, গোল - ০

শুভাশীষ বসু
ক্লাব - মুম্বই সিটি, ভারতের জার্সিতে - ৯ ম্য়াচ, গোল - ০

নারায়ণ দাস
ক্লাব - দিল্লি ডায়নামোস, ভারতের জার্সিতে - ২৮ ম্য়াচ, গোল - ১

মাঝমাঠ

মাঝমাঠ

উদান্ত সিং
ক্লাব - বেঙ্গলুরু এফসি, ভারতের জার্সিতে - ১৩ ম্য়াচ, গোল - ১

রোলিন বোর্গেস
ক্লাব - নর্থইস্ট ইউনাইটেড এফসি, ভারতের জার্সিতে - ২৫ ম্য়াচ, গোল - ১

অনিরুধ থাপা
ক্লাব - চেন্নাইন এফসি, ভারতের জার্সিতে - ১০ ম্য়াচ, গোল - ০

বিনীত রাই
ক্লাব - দিল্লি ডায়নামোস, ভারতের জার্সিতে - ৬ ম্য়াচ, গোল - ০

হোলিচরণ নার্জারি
ক্লাব - কেরল ব্লাস্টার্স, ভারতের জার্সিতে - ২১ ম্য়াচ, গোল - ১

আশিক কুরুনিয়ান
ক্লাব - এফসি পুনে সিটি, ভারতের জার্সিতে - ৮ ম্য়াচ, গোল - ১

জার্মানপ্রিত সিং
ক্লাব - চেন্নাইন এফসি, ভারতের জার্সিতে - ৩ ম্য়াচ, গোল - ০

জ্যাকিচাঁদ সিং
ক্লাব - এফসি গোয়া, ভারতের জার্সিতে - ১৬ ম্য়াচ, গোল - ৩

প্রণয় হালদার
ক্লাব - এটিকে, ভারতের জার্সিতে - ১১ ম্য়াচ, গোল - ১

আক্রমণ

আক্রমণ

সুনিল ছেত্রী
ক্লাব - বেঙ্গালুরু এফসি, ভারতের জার্সিতে - ১০৩ ম্য়াচ, গোল - ৬৫

জেজে লালপেখ্লুয়া
ক্লাব - চেন্নাইন এফসি, ভারতের জার্সিতে - ৫২ ম্য়াচ, গোল - ২২

সুমিত পাসি
ক্লাব - জামশেদপুর এফসি, ভারতের জার্সিতে - ৬ ম্য়াচ, গোল - ১

বলবন্ত সিং
ক্লাব - এটিকে, ভারতের জার্সিতে - ৯ ম্য়াচ, গোল - ৩

কোচ

কোচ

স্টিফেন কনস্টানটাইন - ২০০২ সালে নেপালের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচ হয়েছিলেন ব্রিটিশ কোচ কনস্টানটাইন। ২০০৫ পর্যন্ত দায়িত্বে ছিলেন। একমাত্র এলজি কাপ ছাড়া কোনও ট্রফি জিততে পারেননি। ২০১৫সালে ফের ভারতের দায়িত্ব নেন। তারপর থেকে এএফসি কাপই হতে চলেছে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ভারত (৪-৪-২): গুরপ্রিত, নারায়ণ দাস, আনাস এডাথোড়িকা, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, হোলিচরন নার্জারি, প্রণয় হালদার, অনিরুধ থাপা, উদান্ত সিং, সুনীল ছেত্রি, জেজে লালপেখলুয়া

English summary
Before the match against Thailand, let's take a look at the 23-member Indian squad of AFC Asian Cup 2019 and the probable first XI for the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X