For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এএফসি কাপ ২০১৯-এ সাফল্য, ইতিহাস গড়ল আইএসএল চ্যাম্পিয়নরা! ছিটকে গেল শ্রীলঙ্কার দল

শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন কলম্বো এফসিকে ১-০ ফলে হারিয়ে আইএসএল-এর প্রথম দল হিসেবে এএফসি কাপ ২019-এর গ্রুপ পর্যায়ে পৌঁছালো চেন্নাইইন এফসি।

Google Oneindia Bengali News

ইতিহাস গড়ল চেন্নাইন এফসি। প্রথম আইএসএল দল হিসেবে এএফসি কাপ ২০১৯-এর গ্রুপ পর্যায়ে পৌঁছল আইএসএল চ্যাম্পিয়নরা। আহমেদাবাদে যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন কলম্বো এফসিকে তারা ১-০ গোলে পরাজিত করল। প্রথম লেগের ম্যাচের ফলাফল ছিল ০-০। সব মিলিয়ে ১-০ ব্যবধানে কলম্বো এফসিকে ছিটকে দিল চেন্নাইন।

এএফসি কাপ ২০১৯, ইতিহাসে চেন্নাইন এফসি

যদিও ম্যাচটি কখনই উচ্চ মানে পৌঁছায়নি। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য নিয়েছিল চেন্নাইন। অপরদিকে একেবারে রক্ষণাত্বকভাবে খেলে যায় কলম্বোর দলটি। বার বার আক্রমণ শানিয়েও তাদের রক্ষণ ভাঙতে না পেরে হতাশা বাড়ছিল চেন্নাইনের। এর মধ্যেই কলম্বোর আইজ্যাক আদ্দেভু একটি বল নিয়ে চেন্নাইনের বক্সে ঢুকে পড়লে বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল।

শেষ পর্যন্ত অবশ্য তিনি কাজেকর কাজটি করতে পারেননি। বরং প্রথমবার কলম্বোর রক্ষণে কিছুটা ফাঁক পেয়েই তাকে কাজে লাগায় চেন্নাইন। ৬৮ মিনিটে কাঙ্খিত গোলটি এনে দেন জেজে লালপেখলুয়া।

ভারত থেকে আইলিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাবও এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছে। চেন্নাইনে এফসির সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা। গ্রুপের বাকি প্রতিদ্বন্দ্বীরা হল, আবাহনি ঢাকা (বাংলাদেশ) এবং মানাং মারশিয়াংদি ক্লাব (নেপাল)।

English summary
Chennaiyin FC became the first team from ISL to reach the group stage of AFC Cup 2019 as they defeated Sri Lankan champion Colombo FC by 1-0.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X