For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগের প্রাথমিক সূচি প্রকাশ ফেডারেশনের, ইস্ট-মোহন ডার্বি কবে জেনে নিন

আই লিগের খসড়া সূচি প্রকাশ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। চলতি বছরের ৩০ নভেম্বর থেকে শুরু হবে লিগ। চলবে ২০২০-র এপ্রিল পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

আই লিগের খসড়া সূচি প্রকাশ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। চলতি বছরের ৩০ নভেম্বর থেকে শুরু হবে লিগ। চলবে ২০২০-র এপ্রিল পর্যন্ত। ফেডারেশনের প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এবার আই লিগে ১১০টি ম্যাচ হওয়ার কথা।

আই লিগের প্রাথমিক সূচি প্রকাশ ফেডারেশনের, ইস্ট-মোহন ডার্বি কবে জেনে নিন

আই লিগের ২০১৯-২০ মরশুমের প্রথম দিনই মাঠে নামছে মোহনবাগান। আইজল এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে (আইজলের রাজীব গান্ধী স্টেডিয়াম) খেলতে নামবে সবুজ-মেরুণ। এর ঠিক তিন দিন পর অর্থাৎ ৩ ডিসেম্বর ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।

ফেডারেশনের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ২০১৯-২০ মরশুমের আই লিগে ২২ ডিসেম্বর প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেদিন বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে সবুজ-মেরুণ। ১৫ মার্চ ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। খসড়া সূচি অনুযায়ী এবারের আই লিগে তিন ম্যাচ অ্যাওয়ে খেলতে হবে মোহনবাগানকে। তাদের হোম গ্রাউন্ড কল্যানী। অন্যদিকে প্রথম ম্যাচ হোম হলেও পরের তিনটি ম্যাচ অ্যাওয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাদের হোম গ্রাউন্ড যুবভারতী বলে সূচিতে জানানো হয়েছে।

পয়লা ডিসেম্বর ঘরের মাঠ কোয়েম্বাতুরের নেহরু স্টেডিয়ামে আই লিগের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তাদের প্রতিপক্ষ ইম্পলের টিআরএইউ এফসি। সূত্রের খবর, আই লিগের এই খসড়া সূচি দেশের ক্লাবগুলির কাছে পাঠিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তারা সম্মতি দিলে তবেই এই তালিকা চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।

English summary
AIFF release primay list of I-Leauge match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X