For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে স্থগিত হতে পারে আইএসএল ও আই লিগের খেলোয়াড় কেনাবেচা!

করোনা ভাইরাসের জেরে স্থগিত হতে পারে আইএসএল ও আই লিগের খেলোয়াড় কেনাবেচা!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লাগু হওয়া লকডাউনে স্তব্ধ হয়ে রয়েছে জনজীবন। বন্ধ হয়ে রয়েছে সব ধরণের ক্রীড়া ইভেন্ট। মারণ ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছে আই লিগ। আগামী মরশুমের আইএসএল আদৌ সময়ে শুরু হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক সূত্রের তরফে জানানো হয়েছে, পিছিয়ে দেওয়া হতে পারে আইএসএল ও আই লিগের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দুই লক্ষ আশি হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

লকডাউনে বন্ধ ফুটবল

লকডাউনে বন্ধ ফুটবল

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় গোটা মে মাস জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ পরিষেবা। স্থগিত করে দেওয়া হয়েছে আই লিগ সহ অন্যান্য ক্রীড়া টুর্নামেন্টও। এই অবস্থায় প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ফুটবলাররা।

কবে খোলার কথা জানলা

কবে খোলার কথা জানলা

নিয়ম মেনে ৯ জুন থেকে শুরু হওয়ার কথা আইএসএল ও আই লিগের গ্রীষ্মকালীন খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়া। ৩১ অগাস্ট পর্যন্ত খোলা থাকার কথা জানলা। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সম্ভাবনা

প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সম্ভাবনা

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে আইএসএল ও আই লিগের গ্রীষ্মকালীন খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়া স্থগিত করে দিতে পারে এআইএফএফ। ফেডারশনের এক সূত্র মারফত জানানো হয়েছে, ফিফার নিয়ম মেনেই এই কাজ করতে পারে তারা। সেক্ষেত্রে আইএসএল ও আই লিগের শীতকালীন খেলোয়াড় কেনাবেচাও পিছিয়ে দেওয়া হতে পারে বলে এআইএফএফ সূত্রে খবর।

ফিফার বক্তব্য

ফিফার বক্তব্য

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া আপদকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় প্রয়োজনে ট্রান্সফার উইন্ডো পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে ফিফাও। তাদের কথায়, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই প্রাধান্য দিতে হবে।

আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে অলিম্পিকে তিনবারের সোনাজয়ী খেলোয়াড়!হাতে এল করোনা পরীক্ষার রিপোর্টআশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে অলিম্পিকে তিনবারের সোনাজয়ী খেলোয়াড়!হাতে এল করোনা পরীক্ষার রিপোর্ট

English summary
AIFF set to postpone the transfer window of ISL and I-League amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X