For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেত্রীদের পরবর্তী কোচ কি কোনও ভারতীয়? ফেডারেশন কর্তার কোন বার্তা

ছেত্রীদের পরবর্তী কোচ কি কোনও ভারতীয়? ফেডারেশন কর্তার কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

গত বেশ কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। সুনীল ছেত্রীদের বর্তমান কোচ ইগর স্টিমাকও ক্রোয়েশিয়ার বিশ্বকাপার। তবে এই পরম্পরায় এবার বোধহয় ছেদ পড়তে চলেছে। ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ সচিব কুশল দাসের কথাতে তেমনই আভাস পাওয়া গিয়েছে।

ছেত্রীদের পরবর্তী কোচ কি কোনও ভারতীয়? ফেডারেশন কর্তার কোন বার্তা

সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে সুনীল ছেত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করতে চায় এআইএফএফ, তারই ইঙ্গিত দিয়েছেন সচিব কুশল দাস। সেক্ষেত্র আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় যুব ফুটবল দলের কোচদের সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা।

অন্যদিকে ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে ফেডারেশন বিশেষ উদ্যোগ নিতে চলেছে বলে জানিয়েছেন সচিব কুশল দাস। তাঁর বক্তব্য, দেশের নির্বাচিত দশ থেকে বারো জন ফুটবল কোচকে আলাদা করে ট্রেনিং দেওয়া হতে পারে। প্রশিক্ষণ দেবেন বিশ্বমানের তথা কিংবদন্তি কোচেরা। এই ট্রেনিং বিদেশে হতে পারে বলে আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা কুশল দাস।

English summary
AIFF will appoints Indian coach for the national football team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X