For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যালেক্সির দলবদলে কম্পন ইংলিশ ফুটবল মহলে, ম্যান ইউয়ের হিট ফ্লপদের দেখে নিন

আর্সেনালের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক কাটখড় পুইয়ে অ্যালেক্সি স্যানচেজ এখন রেড ডেভিলসের। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আর্সেনালের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক কাটখড় পুইয়ে অ্যালেক্সি স্যানচেজ এখন রেড ডেভিলসের।

সাফল্যের নেশায় ছুটে চলা হোসে মরিনহো ম্যানচেস্টার সিটিকে টেক্কা দেওয়ার জন্য যা করা যায় সমস্ত সম্ভব ও অসম্ভব চেষ্টা করে চলেছেন। খেতাবের দৌড়ে থাকতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ম্যান ইউ। এখনও পুরোটা জানা না গেলেও ওল্ড ট্র্যাফোর্ডে অ্যালেক্সি স্যানচেজের প্রতি সপ্তাহের বেতন ৩ লক্ষ ৫০ হাজার পাউন্ড থেকে ৫ লক্ষ পাউন্ড হচ্ছে । অ্যালেক্স ফার্গুসনের পরবর্তী জমানায় বেশ কিছু দামি প্লেয়ার তুলেছে ম্যান ইউ , একনজরে দেখে নেওয়া যাক।

মারোউনে ফেলেনি

মারোউনে ফেলেনি

২৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসেছিলেন ফেলেনি। এভারটনের তারকা ফুটবলারকে নিজের আমলে দলে নিয়ে এসেছিলেন ডেভিড মোয়েস। এখন তিনি মরিনহোর বিশ্বস্ত সৈনিক।

হুয়ান মাতা

হুয়ান মাতা

৩৭.১ মিলিয়ন পাউন্ডে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চেলসির থেকে মাতা কে কিনেছিল ম্যান ইউ। তিনি পর্তুগিজ মরিনহোর প্রধান অস্ত্র।

আন্দ্রে হেরেরা

আন্দ্রে হেরেরা

মিডফিল্ডে আন্দ্রে হেরেরা -র দাপট দেখার মতো। স্প্যানিশ এই মিডফিল্ডারের এনার্জি যেকোনও দলের প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার ক্ষমতা রাখে। স্বভাবতই ২৯ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টারে আসা এই ফুটবলার সকলের কুর্নিশ আদায় করে নেন।

লিউক শ

লিউক শ

এনার দক্ষিণা ৩০ মিলিয়ন পাউন্ড। সাড়ে তিন বছর হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে., এখনও প্রথম একাদশে এনার জায়গা নিশ্চিত নয়। হোসে মরিনহোর -ও খুব একটা প্রিয় পাত্র নন।

অ্যাঞ্জেল ডি মারিয়া

অ্যাঞ্জেল ডি মারিয়া

ডেভিড মোয়েসকে সরিয়ে দিয়ে ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছিলেন লুই ফান গল। ব্রিটিশ রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান ইউতে এসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু ইংলিশ ফুটবলে এসে আদৌ জাত চেনাতে পারেননি মারিয়া। তারপর পিএসজিতে পাড়ি দেন তিনি।

অ্যান্থনি মার্শিয়াল

অ্যান্থনি মার্শিয়াল

টাকার অপচয় আর অ্যান্থনি মার্শিয়াল সমার্থক। এমনটাই মনে হয়েছিল লাল জার্সি গায়ে তাঁর শুরুতে। এখন অবশ্য পরিস্থিতি অনেকটা ভালো। তার মূল্য ছিল ৩৬ মিলিয়ন পাউন্ড।

এরিক বেইলি

এরিক বেইলি

হোসে মরিনহোর বিগ স্বাক্ষর এরিক বেইলি। পর্তুগিজ ম্যানেজার নিজের পছন্দের এই খেলোয়াড়কে তুলে নিয়েছেন ৩০ মিলিয়ন পাউন্ডে।

হেনরিক মিখিত্রায়ন

হেনরিক মিখিত্রায়ন

৩০ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে ম্যান ইউতে এসেছিলেন তিনি। বুন্দেশলিগায় তিন বছর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে সফল ফুটবলার। তবে মরিনহোর খাপে ঢুকতে আপ্রাণ চেষ্টা করতে চান তিনি।

পল পোগবা

পল পোগবা

ব্রিটিশ রেকর্ড ভেঙে ৮৯.৩ মিলিয়ন ম্যানচেস্টারে এসেছিলেন পল পোগবা। জুভেন্তাস থেকে এখানে এসেছিলেন তিনি। বড় ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। যদিও নিজেকে সেরা মিডফিল্ডার মনে করেন তিনি।

রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু

জাল্টন ইব্রাহিমোভিচের উপস্থিতির পরেও এভারটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড দিয়ে রোমেলু লুকাকুকে কেনেন হোসে মরিনহো। এখনও অবধি ১১ টি গোল করেছেন তিনি।

নিমানজা ম্যাটিক

নিমানজা ম্যাটিক

৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান ইউতে এসেছেন। চেলসি থেকে ম্যান ইউতে আসেন তিনি। ভালো অ্যাটাকার হলেও এখনও ম্যান ইউয়ের জার্সি গায়ে গোল করতে পারেননি তিনি।

English summary
Alexis Sanchez's move may be the biggest step after Alex Ferguson era in Manchester United
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X