For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস ভারতের, জেনে নিন সমস্ত খুঁটিনাটি তথ্য

ফিফা বিশ্বকাপের দুনিয়ায় ভারত অভিষেক ম্যাচ খেলতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় ফুটবলের প্রেক্ষাপট বদলে দিতে চলা এই টুর্নামেন্ট নিয়ে খুঁটিনাটি তথ্য।

  • |
Google Oneindia Bengali News

আজ ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের যুদ্ধ। এই প্রথমবার ভারতে ফিফার বিশ্বকাপের আসর বসেছে। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরশাহীর পরে এশিয়ার পঞ্চম দেশ হিসাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে ভারত। আয়োজক দেশ হিসাবে ভারত এমনিতেই কোয়ালিফাই করেছে। বাকী ২৩টি দলকে খেলে যোগ্যতা অর্জন করতে হয়েছে। এই প্রথমবার ফিফার যেকোনও বয়সের বিশ্বকাপে ভারত অংশ নিতে চলেছে। বলা যায়, ফিফা বিশ্বকাপের দুনিয়ায় ভারত অভিষেক ম্যাচ খেলতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় ফুটবলের প্রেক্ষাপট বদলে দিতে চলা এই টুর্নামেন্ট নিয়ে খুঁটিনাটি তথ্য।

শুরুর ইতিহাস

শুরুর ইতিহাস

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে। তার আগে এটি ছিল অনূর্ধ্ব ১৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ১৯৮৫ সালে এটি শুরু হয়। তার আগে ১৯৭৭ সালে সিঙ্গাপুরে অনূর্ধ্ব ১৬ লায়ন সিটি কাপ খেলা শুরু হয়। ১৯৮২ সালে ফিফার তৎকালীন সেক্রেটারি জেনারেল জো ব্লাটার সেই টুর্নামেন্ট দেখার পর সেখান থেকে অনুপ্রাণিত হয় ফিফা। তখনই ভাবনা আসে ছোটদের নিয়ে বিশ্বকাপের।

অনূর্ধ্ব ১৬ থেকে ১৭-য় উত্তরণ

অনূর্ধ্ব ১৬ থেকে ১৭-য় উত্তরণ

১৯৮৫ সালে প্রথম অনূর্ধ্ব ১৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় চিনে। তারপর থেকে প্রতি দুই বছর অন্তত এই টুর্নামেন্ট খেলা হতো। পরে ১৯৯১ সালে বয়স বাড়িয়ে ১৭ বছর করে দেওয়া হয়। তারপরে ২০০৭ সালে তা বিশ্বকাপের মর্যাদা পায়।

নাইজেরিয়া নেই

নাইজেরিয়া নেই

নাইজেরিয়া সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্ট জয়ী হয়েছে। মোট পাঁচবার। গতবার ২০১৫ সালেও তাঁরাই চ্যাম্পিয়ন। তবে এবারের টুর্নামেন্টে কোয়ালিফাই করেনি নাইজেরিয়া। আফ্রিকান কোয়ালিফায়ার থেকে ছিটকে গিয়েছে নাইজেরিয়া দল। এমনকী ২০০৯ সালে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডও এবারের টুর্নামেন্টে নেই।

কে কতবার চ্যাম্পিয়ন

কে কতবার চ্যাম্পিয়ন

এই টুর্নামেন্ট সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে নাইজেরিয়া দল। মোট পাঁচবার। তারপর রয়েছে ব্রাজিল (৩ বার), ঘানা (২ বার), মেক্সিকো (২ বার), সোভিয়েন ইউনিয়ন, সৌদি আরব, ফ্রান্স ও সুইজারল্যান্ড ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে বেশিবার রানার্স আপ হয়েছে স্পেন (৩ বার)। তারপরে জার্মানি, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, উরুগুয়ে, মালি ১ বার করে রানার্স আপ হয়েছে।

মোট ২৪টি দলের লড়াই

মোট ২৪টি দলের লড়াই

৬ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। মোট ২৪টি দল বিশ্বকাপে অংশ নিয়েছে। ফিফার ছয়টি কনফেডারেশনসের দল এখানে রয়েছে। ছয়টি দল করে মোট চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সবচেয়ে উপরে থাকা চারটি দল পরের রাউন্ড অব ১৬-এ যাবে।

কোন গ্রুপে কারা

কোন গ্রুপে কারা

পট ১ - ভারত, মেক্সিকো, ব্রাজিল, জার্মানি, মালি, ফ্রান্স

পট ২ - স্পেন, জাপান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র

পট ৩ - কোস্টারিকা, উত্তর কোরিয়া, হন্ডুরাস, ইরাক, তুরস্ক, কলম্বিয়া

পট ৪ - চিলে, প্যারাগুয়ে, ঘানা, গিনি, নাইজের, নিউ ক্যালেডোনিয়া

ভেন্যু

ভেন্যু

বেঙ্গালুরু, দিল্লি, গোয়া, গুয়াহাটি, কোচি, মুম্বই, পুনে ও কলকাতায় অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজন করা হয়েছে। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপ লিগের খেলায় ভারতের কোনও খেলা কলকাতায় নেই। সব খেলা হবে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

English summary
All you need to know about Fifa Under 17 World Cup (FIFAU17WC)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X