For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঠিক পরিকল্পনা করে না এগোলে, উন্নতি মুশকিল ভারতীয় ফুটবলের, জানিয়ে দিলেন অসীম

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য পরিকাঠামোর উন্নতি প্রয়োজন জানিয়ে দিলেন অসীম বিশ্বাস।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের প্রহরগুণতে শুরু করেছে বিশ্ববাসী, একই অবস্থা ভারতীয় ফুটবল প্রেমীদেরও। শুধু ফুটবল সমর্থকেরাই নন, তাঁদের পাশাপাশি বিশ্বকাপের জন্য অপেক্ষা করছেন ভারতীয় ফুটবলাররাও। ভারতীয় ক্লাব ফুটবলে তিন প্রধানে দাপিয়ে খেলা স্ট্রাইকার অসীম বিশ্বাসও 'গ্রেটেস্ট শো অব দ্যা আর্থ'-এর সাক্ষী থাকার জন্য অপেক্ষা করছেন। আসন্ন বিশ্বকাপের খুটিনাটি নিয়ে মাইখেল বাংলার সঙ্গে জমাটি আড্ডায় মেতে উঠলেন অসীম।

সঠিক পরিকল্পনা করে না এগলে, উন্নতি মুশকিল ভারতীয় ফুটবলের, জানিয়ে দিলেন অসীম

প্রশ্ন: আর দু'সপ্তাহ বাকি বিশ্বকাপ শুরু হতে।আসন্ন এই বিশ্বকাপে দলগুলোর কাছ থেকে কী রকম খেলা আশা করছেন?

উত্তর: প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স বা লা লিগায় অর্থৎ ক্লাব ফুটবলে আমরা যে ধরনের খেলা দেখতে অভ্যস্ত সেই ধরনের খেলা দেখার আশা করছি না বিশ্বকাপে। কারণ ক্লাব ফুটবলে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা প্লেয়ারদের নিয়ে দল তৈরি করার চেষ্টা করে ম্যানেজমেন্ট, ফলে খেলাটাও আকর্ষণীয় হয়। কিন্তু দেশের ক্ষেত্রে প্রতিটা প্লেয়ার সেই পর্যায়ের হয় না। তবে হ্যাঁ, বিশ্বকাপের মঞ্চটাই আলাদা! এখনে দলগুলো চেষ্টা করবে সীমিত ক্ষমতার মধ্যে সেরাটা দেওয়ার।

প্রশ্ন: কোন দলগুলোর উপর এই বিশ্বকাপে নজর রাখবেন?

উত্তর: ব্রাজিল, জার্মানি এবং স্পেন- মূলত তিনটি দলের খেলায় আমি বিশেষ নজর রাখতে চাই। কারণ এই বার যে দল এরা বানিয়েছে তাতে আমার মনে হয় এই তিন দলের মধ্যেই খেতাব থাকার সম্ভবনা বেশি।

প্রশ্ন: গত বারের ফাইনালিস্ট আর্জেন্টিনা। মেসির নেতৃত্বধীন নীল-সাদা ব্রিগেডের কতটা সম্ভবনা দেখছেন?

উত্তর: আমি নিজে আর্জেন্টিনার সমর্থক। ফলে মেসির হাতে কাপ উঠুক এটাই চাই। কিন্তু শুধু চাইলেই তো আর সেটা সম্ভব নয়। কারণ আর্জেন্টিনার ফুটবলটা মেসি কেন্দ্রিক। মেসি নির্ভরতা যদি কাটিয়ে উঠতে পারে তবেই আর্জেন্টিনা কিছু করে দেখাতে পারে এই বিশ্বকাপে।

সঠিক পরিকল্পনা করে না এগলে, উন্নতি মুশকিল ভারতীয় ফুটবলের, জানিয়ে দিলেন অসীম

প্রশ্ন: মেসি-রোনাল্ডো থাকলেও এই বিশ্বকাপে দেখা যাবে না বুফনকে। সমর্থক হিসেবে বিশ্বকাপে বুফন বা তার দেশের সুযোগ না পাওয়াটা কী ভাবে দেখছেন?

উত্তর: ইতালি খেললে এটাই বুফনের শেষ বিশ্বকাপ হত। সকলেই চেয়েছিল এই বিশ্বকাপে বুফনের খেলা দেখতে। বুফনকে খুব মিস করবো।

সঠিক পরিকল্পনা করে না এগলে, উন্নতি মুশকিল ভারতীয় ফুটবলের, জানিয়ে দিলেন অসীম

প্রশ্ন: বিশ্বস্তরে ভারতীয় ফুটবল সেই ভাবে সাফল্য পাচ্ছে না কেন?

উত্তর: আমাদের দেশের পরিকাঠামো ভাল ফুটবল খেলার উপযুক্ত নয়। পাশাপাশি খেলার জন্য ভাল মাঠ অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না। ইউথ ডেভলপমেন্ট প্রোজেক্টগুলো আরও বেশি করে হওয়া প্রয়োজন। ছোট থেকেই যদি তরুণ ফুটবলারদের সঠিক সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে উন্নতি করবে কী করে?
বর্তমানে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলি যে পরিকাঠামো তাদের প্লেয়ারদের দেয় বা যে সকল সুযোগ-সুবিধা দেয়, এইগুলোই ফুটবলের তৃণমূলস্তর থেকে দেওয়া উচিৎ, তবেই লাভবান হবে ভারতীয় ফুটবল।

প্রশ্ন: আর কত দিন খেলা চালিয়ে যেতে চাও?

উত্তর: যত দিন শরীর দেবে ততদিন খেলা চালিয়ে যেতে চাই। অন্তত দু'বছর আরও খেলতে চাই-ই।

সঠিক পরিকল্পনা করে না এগলে, উন্নতি মুশকিল ভারতীয় ফুটবলের, জানিয়ে দিলেন অসীম

প্রশ্ন: কোনও বড় দল থেকে কী অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে?

উত্তর: অবশ্যই! সকলের মতো আমিও চাই ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী দুই ক্লাব ইস্টবেঙ্গল বামোহনবাগানের কোনও একটি থেকে অবসর নিতে।

প্রশ্ন: পরবর্তীতে কী কোচ হিসেবে কাজ করার পরিকল্পনা আছে?

উত্তর: কোচিং করাতে চাই না। আমার স্বপ্ন আছে একটা অ্যাকাডেমি তৈরি করার। এবং আমার যেখান থেকে বেড়ে ওঠা, সেই অশোকনগরেই আমি অ্যাকাডেমি খুলতে চাই। পরবর্তী সময়ে ফুটবলার তুলে আনার কাজটা সফল ভাবে করাই আমার লক্ষ্য।

[আরও পড়ুন:বিশ্বকাপের আগে একান্ত সাক্ষাৎকারে চুল চেরা বিশ্লেষণ অভিজিতের][আরও পড়ুন:বিশ্বকাপের আগে একান্ত সাক্ষাৎকারে চুল চেরা বিশ্লেষণ অভিজিতের]

English summary
Ashim Biswas says that infrastructure should improve to develop Indian football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X