For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির থেকে মারাদোনার ফুটবল আশা করা ভুল, জানিয়ে দিলেন বিদেশ বসু

আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হতে চলেছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। তার কয়েক দিন আগে ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বিদেশ বসু জানিয়ে দিলেন এই বিশ্বকাপে তিনি ভাল খেলার প্রত্যাশা করেন দলগুলি

Google Oneindia Bengali News

বিশ্বকাপ ফিভারে কাঁপছেল গোটা বিশ্ব। সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই বিশ্বকাপের জ্বরে কাঁপছেন দেশের প্রাক্তন থেকে বর্তমান ফুটবলার সকলেই। বিশ্বকাপের আগে মাইখেল বাংলার সঙ্গে বিশ্বকাপের আড্ডায় মেতে উঠলেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র এবং মোহনবাগানের ঘরের ছেলে বিদেশ বসু।

মেসির থেকে মারাদোনার ফুটবল আশা করা ভুল, জানিয়ে দিলেন বিদেশ বসু

প্রশ্ন: ২০১৮ ফুটবল বিশ্বকাপ থেকে প্রত্যাশা কী?
উত্তর: প্রতি চার বছর অন্তর এই ফুটবল যজ্ঞের সাক্ষী থাকি আমরা। প্রতিবারই দেখা গিয়েছে বিশ্বকাপ থেকে উঠে এসেছে একাধিক ভাল ফুটবলার। এই বিশ্বকাপেও চাই তেমনই হোক। এতেই বিশ্বকাপের স্বার্থকতা।

প্রশ্ন: খেতাব জয়ের লক্ষ্যে এই বিশ্বকাপে কোন দলকে এগিয়ে রাখবেন?
উত্তর: আমি জার্মানিকে কিছুটা হলেও এগিয়ে রাখব খেতাবি লড়াইয়ে। তবে শুধু জার্মানি-ই নয়, খেতাবের লড়াইয়ে থাকবে ফ্রান্স-ব্রাজিলও।

প্রশ্ন: এই বিশ্বকাপে আপনার কালো ঘোড়া কোন দল?
উত্তর: আমার মনে হয় বেশি প্রচারের আলো না পাওয়া বেলজিয়াম কিন্তু এই বার কিছু করলেও করতে পারে। ওরাই এই বিশ্বকাপে আমার কালো ঘোড়া। এছাড়া নজর রাখতে হবে ক্রোয়েশিয়ার উপর। রাকিটিচ-মড্রিচ-মঞ্জুকিজদের নিয়ে তৈরি এই দলকে কিন্তু কোনও ভাবেই ছোট করে দেখা যাবে না। রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে এই বারের ক্রোয়েশিয়া।

মেসির থেকে মারাদোনার ফুটবল আশা করা ভুল, জানিয়ে দিলেন বিদেশ বসু

প্রশ্ন: আয়োজক দেশ রাশিয়ার কতটা সম্ভবনা আছে বলে মনে হয়?
উত্তর: খুব বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না। তবে, রাশিয়ার দিকে বিশেষ করে এই বছর নজর থাকবে আমার। এই বিশ্বকাপের আয়োজক দেশ ওরা এবং ঘরের মাঠে, গ্যালারি ভর্তি সমর্থকের সামনে খেলবে রাশিয়া। ফলে কিছুটা সুবিধা ওরা পাবেই। কিন্তু মাঠে কেমন পারফরম্যান্স থাকে রাশিয়ার সেটাই দেখার। মনে রাখতে হবে রাশিয়া থেকে খুব বড় মাপের ফুটবলার উঠে আসতে দেখিনি আমরা।

প্রশ্ন: মনে করা হচ্ছে এই বারের ব্রাজিল দলটা অনেকটা শক্তিশালী। আপনার কী মত?
উত্তর: বিশ্বকাপের জন্য যে দল টিটে তৈরি করেছেন সেই দলে একাধিক অসাধারণ ফুটবলার রয়েছে। দলটা তারকা নির্ভর ফুটবল খেলে না। গোটা দল একটা ইউনিট হয়ে খেলে। অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয়েছে ওরা। ফলে এই বিশ্বকাপে ব্রাজিল ভাল কিছু করবে, এই আশা রাখাই যায়।

মেসির থেকে মারাদোনার ফুটবল আশা করা ভুল, জানিয়ে দিলেন বিদেশ বসু

প্রশ্ন: এই বিশ্বকাপে কি দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের মুখ দেখতে পারবে আর্জেন্টিনা?
উত্তর: বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার যে দল সাম্পাওলি তৈরি করেছেন, তাতে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে। এরা ক্লাবের জার্সিতে সাফল্য পেলেও দেশের জার্সিতে চরম ব্যর্থ। মেসি গত বিশ্বকাপেও একাধিক ভাল গোল করেছে এবং প্রায় নিজের দায়িত্বেই ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল আর্জেন্টিনাকে। কিন্তু গোটা দলের ব্যর্থতায় ট্রফি জিততে পারেনি। এই বারের বিশ্বকাপে ফুটবলাররা যদি নিজেদের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে, তাহলে কিছু করে দেখাতে পারে আর্জেন্টিনা। মনে রাখতে হবে মারাদোনা যেটা করতে পেরেছিল মেসি সেটা পারেনি। দু-একটা ম্যাচ জিতিয়ে দিলেও একের পর এক ম্যাচ জেতাতে পারেনি। ফলে মেসির কাছ থেকে মারাদোনার খেলা না আশা করাই ভাল। আর্জেন্টিনাকে সাফল্য পেতে হলে তারকা নির্ভর ফুটবল নয়, খেলতে হবে দলগত ফুটবল।

প্রশ্ন: আসন্ন বিশ্বকাপে ইতালির না থাকাটা কী ভাবে দেখছেন?
উত্তর: বিশ্বকাপ ফুটবলে ইতালি নেই, সত্যিই এটা ভাবতে খুব অবাক লাগছে। কিন্তু কিছুতো করার নেই, এটাই মেনে নিতে হবে।তবে, ইতালি না থাকার কারণে বিশ্বকাপ যে জৌলুস হারাবে এমনটা কিন্তু নয়!

মেসির থেকে মারাদোনার ফুটবল আশা করা ভুল, জানিয়ে দিলেন বিদেশ বসু

প্রশ্ন: প্রতিভা থাকা স্বত্ত্বেও আন্তর্জাতিক পর্যায় ভরত কেন প্রত্যাশা মতো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে?
উত্তর: আমাদের দেশে প্রতিভা আছে ঠিকই কিন্তু প্রতিভার বিকাশ হওয়ার জায়গা খুবই সংকীর্ণ। প্রতিভা যাদের রয়েছে তাদের ঠিক ভাবে পরিচর্চাও করা হয় না। বিশ্ব ফুটবলে উন্নত দেশগুলির সঙ্গে আমাদের যে পার্থক্য তৈরি হয়েছে বর্তমানে, সেই পার্থক্য মুছে ফেলা যায়। আমরাও পারি ওদের সঙ্গে লড়াই চালাতে। কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে এবং ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফকে। পাশাপাশি ফুটবলের রাজ্য সংগঠনগুলিকেও আলাদাভাবে পদক্ষেপ নিতে হবে। তবেই উন্নতি করতে পারবে ভারতীয় ফুটবল।

English summary
Legendary Indian Footballer bidesh bose says that he is expecting some good football in 2018 fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X