For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ 'এল ক্লাসিকো' খেললেন ইনিয়েস্তা! মাঠ ছাড়লেন মাথা উঁচু করে

২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ এনে দেওয়া আন্দ্রে ইনিয়েস্তা শেষ এল ক্লাসিকো খেলে ফেললেন ঘরের মাঠে ন্যু ক্যাম্পে।

  • |
Google Oneindia Bengali News

২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ এনে দেওয়া আন্দ্রে ইনিয়েস্তা শেষ এল ক্লাসিকো খেলে ফেললেন ঘরের মাঠে ন্যু ক্যাম্পে। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় যখন মাঠ ছাড়লেন তখন দশ জনের বার্সা ২-১ গোলে এগিয়ে। তিকিতাকা ফুটবলের অন্যতম বড় সৈনিক ইনিয়েস্তা বার্সাকে গত একদশকে বহু স্মরণীয় জয় উপহার দিয়েছেন। এমন কোনও ট্রফি নেই যা জেতেননি। এহেন ফুটবলারের শেষ এল ক্লাসিকো-র বিদায়ও হল জমকালোভাবে।

শেষ এল ক্লাসিকো খেললেন ইনিয়েস্তা! মাঠ ছাড়লেন মাথা উঁচু করে

আগামী বছর চিনে পাড়ি দেবেন ইনিয়েস্তা। ফলে এটাই শেষ এল ক্লাসিকো ছিল তাঁর জন্য। পাউলিনহো ৫৮ মিনিটে তাঁর বদলি হিসাবে নামেন। ন্যু ক্যাম্পের ৯৮ হাজার দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ইনিয়েস্তাকে অভিনন্দন জানায়। ৩৩ বছরের ইনিয়েস্তা তখন আবেগে ভাসছেন।

ইনিয়েস্তার বিদায় ছাড়াও বার্সেলোনার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে লা লিগার এল ক্লাসিকো ম্যাচ হয়ে থাকল চরম নাটকীয়তার ভরা এক বিতর্কিত ম্যাচ। দুই দল ২-২ গোলে ড্র করল। বার্সা অপরাজিত থেকে লা লিগা জিতল। রোনাল্ডো চোট পেয়ে প্রথমার্ধের পর ছিটকে গেলেন। দশ জনের বার্সাকে হারাতে পারল না রিয়াল।

রবিবার রাতে বড় ম্যাচে মেসি ও রোনাল্ডো দুজনেই গোল করলেন। লুই সুয়ারেস গোল করে বার্সাকে এগিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে রোনাল্ডো গোল শোধ করেন। ম্যাচের দুই অর্ধেই দুই দলের খেলোয়াড়রা অনেক হলুদ কার্ড দেখলেন।

বার্সার খেলোয়াড় সের্গিও রবের্তো লাল কার্ড দেখে প্রথমার্ধেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১০ জনের বার্সার সঙ্গে লড়েও রিয়াল ম্যাচ বের করতে পারেনি। রোনাল্ডো তখনই চোট পান। তিনি দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি।

দশ জনে লড়েও দ্বিতীয়ার্ধে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোল করেন তিনি। ঠিক তার ২০ মিনিট পরে রিয়ালের হয়ে গ্যারেথ বেল গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে তারপরে সুযোগ পেয়েও রিয়াল বার্সার গোলে বল ঢোকাতে পারেনি।

English summary
Barcelona's Andre Iniesta played his last El Classico match against Real Madrid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X