For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন পির্লো

ফুটবলকে বিদায় জানালেন ইতালীয় কিংবদন্তি আন্দ্রে পির্লো। ৩৯ বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য।

Google Oneindia Bengali News

ফুটবলকে বিদায় জানালেন ইতালীয় কিংবদন্তি আন্দ্রে পির্লো। ৩৯ বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য।

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন পির্লো

নভেম্বর মাসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এই তারকা ফুটবলার। এবার সব ধরনের ফুটলকেই বিদায় জানালেন পির্লো। পির্লোর বিদায় অনুষ্ঠান ছিল তারকাখচিত। সোমবার সান সিরোতে পির্লোর বিদায় অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল 'নাইট অফ দ্য মাস্টার'।

প্রিয় বন্ধু এবং প্রাক্তন সতীর্থের বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন পির্লোর প্রাক্তন এবং বর্তমান সতীর্থরা। সদ্য জুভেন্তাসকে বিদায় জানানো জিয়ালুইগি বুঁফো থেকে পাওলো মালদিনি, রবার্তো বাজ্জিও থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, সকলেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রাক্তন এবং বর্তমান সতীর্থদের পাশাপাশি পির্লোর বিদায় বেলার সাক্ষী থাকতে ৫০ হাজার সমর্থকও উপস্থিত ছিলেন এদিন স্টেডিয়ামে।

সতীর্থ এবং সমর্থকদের উদ্দেশ্যে পির্লো বলেন, 'আমার বন্ধু এবং সতীর্থদের সঙ্গে প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানাই। আপনারা আমার বিদায় অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে রাখলেন।'

একটি চ্যারিটি ম্যাচও খেলা হয় এদিন। ৭-৭ গোলে অমীমাংশিত থাকে সেই ম্যাচ। এই ম্যাচে অংশ নেন পির্লোর ছেলেও। ফুটবলের প্রতি ছেলের ভালবাসা দেখে পির্লো বলেন, 'ও খেলাটাকে উপভোগ করে এটাই আমায় তৃপ্তি দেয়। ও যে ফুটবল খেলতে ভালবাসে সেটাই আমার কাছে অন্যতম ভাল লাগার কারণ।'

অবসর নেওয়ার পাশাপাশি এদিন পির্লো আরও একটি কথা মনে করিয়ে দেন যে, পেশাদার ফুটবলকে বিদায় জানালেও মাঠ থেকে দীর্ঘদিন সরে থাকবেন না তিনি। খুশ শীঘ্রই হয়তো ফিরবেন কোচ হিসেবে। তিনি বলেন, 'পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ভাবার জন্য অনেক সময় আছে। আমি মাঠকে মিস করতে চাই না। হয়তো অদূর ভবিষ্যতে কোচিং করাতে পারি।'

বিদায় বেলায় তাঁর আরও সংযোজন, 'ফুটবল থেকে অবসর নেওয়ার জন্য আমি ২১মে, এই দিনটিকেই বেছে নিলাম কারণ আমার জার্সি নম্বর ছিল ২১ এবং পেশাদার ফুটবলার হিসেবে আমার অভিষেক হয়েছিল এই মে মাসেই।'

ইতালির জার্সি গায়ে কিংবদন্তি এই ফুটবলার খেলেছেন ১১৬টি ম্যাচ। দেশের হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতেন তিনি। দেশের পাশাপাশি তিনি সফল ক্লাবের জার্সিতেও। তাঁর ঝুলিতে রয়েছে ছ'টি সিরি 'এ' এবং দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফি।

English summary
Italian Football Legend Andrea Pirlo says goodbye to all kind of football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X