For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সাকে বিদায় জানিয়ে কোথায় যেতে পারেন ইনিয়েস্তা, জেনে নিন

শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে আন্দ্রে ইনিয়েস্তা জানিয়ে দিয়েছন চলতি মরসুম শেষে বার্সেলোনাকে বিদায় জানাতে চলেছেন তিনি। ইনিয়েস্তার এই ঘোষণার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল কোথায় যাচ্ছেন তিনি।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মরসুম শেষেই বার্সেলোনাকে বিদায় জানাবেন আন্দ্রে ইনিয়েস্তা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি। তিনি বলেন, 'বার্সেলোনায় এটাই আমার শেষ মরসুম। অনেকটা সময় নিয়ে ভেবেছি। অবশেষে আমি এই সিদ্ধন্তে পৌছই। আজ আমার জীবনর একটি কঠিনতম দিন। তবে আমি বিশ্বাস করি যে আমি চলে গেলেও বার্সেলোনাকে ধারাবাহিক ভাবে সাফল্য দেওয়ার ক্ষমতা আছে আমার সতীর্থদের।'

বার্সার বিদায় জানিয়ে কোথায় যেতে পারেন ইনিয়েস্তা, জেনে নিন

[আরও পড়ুন:দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি. বার্সেলোনাকে আলবিদা ইনিয়েস্তার][আরও পড়ুন:দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি. বার্সেলোনাকে আলবিদা ইনিয়েস্তার]

ইনিয়েস্তার এই ঘোষণার পরই কেঁদে ফেলেন তাঁর অগুনিত ভক্ত। কাঁদেন তাঁর সতীর্থরাও। চোখের কোণে জল দেখা যায় স্বয়ং ইনিয়েস্তারও।

বার্সাকে যে এই বিশ্বকাপ জয়ী তারকা মিডফিল্ডার বিদায় জানাতে চলেছেন সেই বিষয়ে একটা আভাস পাওয়া গিয়েছিল আগেই। বার্সা পরবর্তী সময় তিনি কোথায় খেলবেন সেই নিয়েও শুরু হয়। তবে তাঁর এই ঘোষণার পর এই জল্পনা আরও বেড়ে যায়। বেশ কয়েকটি স্প্যানিস সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগ বা চাইনিজ সুপার লিগের কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন ইনিয়েস্তা।

এ-ও শোনা যাচ্ছিল যে পুরনো ছাত্রকে ম্যানচেষ্টার সিটি-এর জার্সি পরাতে তৈরি পেপ গুয়ার্দিওলা।
তবে ইউরোপের কোনও ক্লাবে যে তিনি খেলবেন না তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেন, 'একটা জিনিস আমি সর্বদাই বলেছি যে আমি কখনওই বার্সার বিরুদ্ধে মাঠে নামব না। ফলে ইউরোপে খেলার কোনও প্রশ্নই নেই।'

ইনিয়েস্তাকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে চিনের ক্লাব চংকুইংয়ের সঙ্গে। তবে পাকা কথা হলেও এখনও সই সাবুদ বাকি সেই ক্লাবের হয়ে। যদি শেষ পর্যন্ত চিনের ক্লাবে যোগ দেন ইনিয়েস্তা, তা হলে তেভেজ, অস্কারের পর বিশ্বফুটবলের আরও এক তারকার খেলা চাক্ষুস করার সুযোগ পাবেন চিনের ফুটবলপ্রেমীরা।

English summary
Andres Iniesta can join a club in China after leaving Barcelona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X