For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি করল মেসির এই সতীর্থ, মিলানকে হারাল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি করল মেসির এই সতীর্থ, মিলানকে হারাল বার্সা

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলেতে গেল বার্সেলোনা। মঙ্গলবার রাতের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালান ক্লাব।ক্রমাগত ম্যাচ খেলে চলার কারণে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মেসি না থাকলেও বার্সেলোনাকে অবশ্য ম্যাচ জিততে কোনও সমস্যায় পড়তে হয়নি। ইন্টার মিলানের বিরুদ্ধে বার্সা ম্যাচ জেতে ২-১ ব্য়বধানে।

জমজমাট প্রথমার্ধ

ইতালির ক্লাব ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এটি বার্সার শেষ লিগ ম্যাচ ছিল। ম্যাচে ২৩ মিনিটে কার্লেস পেরেজের গোলে বার্সা এগিয়ে যায়। বার্সার জার্সিতে পেরেজের এটাই অভিষেক ম্যাচ। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে এরপর ম্যাচে ফেরে মিলান। ৪৪ মিনিটে রোমালু লুকাকুর গোলে ম্যাচে ফেরে মিলান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধ

সান সিরোর মাঠে দ্বিতীয়ার্ধে এরপর বার্সার হয়ে গোল ১৭ বছরের ফুটবলার আনসু ফাতি গোল করে দলকে ২-১ এগিয়ে দেন। শেষ পর্যন্ত ম্যাচ ২-১ ব্যবধানেই শেষ হয়েছে।

ইতিহাস গড়লেন বার্সার এই ফুটবলার

ম্যাচে বার্সার হয়ে ইতিহাস গড়লেন ফাতি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার নজির গড়লেন আনসু ফাতি। ১৭ বছর ৪০ দিনের মাথায় গোল করে নজির গড়লেন ফাতি। ৮৬ মিনিটে গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালে শটে গোলকিপারকে পরাস্ত করে গোল করে যান স্পেনের অনুর্ধ্ব ২১ দলের এই ফুটবলার।

English summary
Ansu Fati become youngest scorer in Champions League history,Barcelona beat Inter Milan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X