For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ব্যর্থ ক্রোমাকে প্রস্তাব তিন পাহাড়ি ক্লাবের

কলকাতায় দুই প্রধানের জার্সি গায়ে খেললেও সেই ভাবে সমর্থকদের মনে দাগ কাটতে পারেননি ক্রোমা। তাঁর প্রতি আগ্রহ হারিয়েছে ক্লাব কর্তারাও। এই পরিস্থিতিতে কলকাতাকে বিদায় জানাতে চাইছেন ক্রোমা নিজে।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

কলকাতার দুই প্রধানে ভাল খেলেও যোগ্য সম্মান পেলেন না আনসুমানা ক্রোমা। ২০১৬-১৭ আই লিগ শেষে চার্চিল ব্রাদার্স থেকে তাঁকে সই করান মোহনবাগান কর্মকর্তারা। কিন্তু মাঝ মরসুমেই বাতিল করে দেওয়া হয় তাঁকে।

কলকাতায় ব্যার্থ ক্রোমাকে প্রস্তাব তিন পাহাড়ি ক্লাবের

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ][আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ]

আই লিগের মাঝ পথেই বাগান ছাড়তে হয় তাঁকে। বাগান সমর্থকদের থেকে অনেক খারাপ কথাও সহ্য করতে হয় তাঁকে। সমর্থকদের খারাপ আচরণেও যে তাঁর ভালোবাসা তাঁদের জন্য একই রকম রয়ে গিয়েছে পরে তা এক সাক্ষাৎকারে জানান ক্রোমা। তিনি বলেন, 'মোহনবাগান সমর্থকেরা যে সম্মান এবং ভালবাসা আমাকে দিয়েছে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।'

মোহনবাগান থেকে বিদায় নেওয়া ক্রোমাকে সেই সময় সই করায় ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েও ক্লাব কর্তাদের বাতিলের তালিকাতেই পড়ে গেলেন ক্রোমা। সুপার কাপ শেষ হয়েছে এক সপ্তাহ হতে চলল কিন্তু এখনও ক্রোমার সঙ্গে কথা বলেনি ইস্টবেঙ্গল।

ক্লাব যে তাঁকে রাখার বিষয়ে আগ্রহী নয়, তা বেশ ভাল মতোই বুঝে গিয়েছেন ক্রোমা। তাই এ বার কলকাতাকে বিদায় জানাতে চলেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে পাহাড়ি কোনও রাজ্যই হতে চলেছে ক্রোমার পরবর্তী গন্তব্য। ইতিমধ্যেই ক্রোমার কাছে প্রস্তাব এসে পৌছেছে শিলং লাজং এবং নেরকা এফসির তরফ থেকে। মুখে স্বীকার না করলেও সূত্রের খবর প্রস্তাব আছে আইজল এফসির থেকেও।

ক্রোমা নিজেও চাইছেন অন্য রাজ্যে গিয়ে নিজেকে আরও মেলে ধরতে। আগামী মরসুমে নিজের ফুটবল ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে নিজেই এই কথা জানান তিনি। তিনি বলেন, 'আজ কালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দেখি কোথায় খেলি। তবে যেখানেই খেলি, সেখানে প্রমাণ করে দিতে চাই ক্রোমার যোগ্যতায় কোনও খামতি নেই।

এখন দেখার কলকাতার দুই প্রধানে গুরুত্ব না পাওয়া ক্রোমা, ভিন রাজ্যে গিয়ে নিজের ফুটবল দক্ষতার পরিচয় দিতে পারেন কি না!

English summary
Ansumana Kromah got offers from Shillong Lajong and Neroca FC for forthcoming session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X