For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্তিনা মানেই মেসি, ব্রাজিল মানেই নেইমার নয়, কেন একথা বললেন মারাদোনা

আর্জেন্তিনা মানে মেসি হতে পারে, পর্তুগাল মানে রোনাল্ডো হতে পারে। কিন্তু ব্রাজিল মানে নেইমার নন। নেইমার না খেললেও ব্রাজিল জিততে পারে। প্রাধান্য দেখাতে পারে।

Google Oneindia Bengali News

আর্জেন্তিনা মানে মেসি হতে পারে, পর্তুগাল মানে রোনাল্ডো হতে পারে। কিন্তু ব্রাজিল মানে নেইমার নন। নেইমার না খেললেও ব্রাজিল জিততে পারে। প্রাধান্য দেখাতে পারে। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর মুখে প্রশংসা ঝরে পড়ল মারাদোনার কণ্ঠে। ব্রাজিল বিরোধী বলে যে মারাদোনা এতদিন পরিচিত ছিলেন, সেই মারাদোনার মুখে ব্রাজিলের প্রশস্তি স্বস্তি দেবে ব্রাজিলিয়ান সমর্থকদের।

‘আর্জেন্তিনা মানেই মেসি

মেসি ব্যর্থ হলেই আর্জেন্তিনা ব্যর্থ হবে। কিংবা রোনাল্ডো খেলতে পারলে তবেই পর্তুগাল কিছু করে দেখাবে। তা যেমন সত্যি, বিশ্বকাপের বিগত দুদিনে তা চাক্ষুশ করেছে ফুটবল বিশ্ব। তা বলে আর্জেন্তিনা বা পর্তুগালের ক্ষেত্রে যেটা মিথ, তা খাটে না ব্রাজিলের ক্ষেত্রে। কেননা ব্রাজিল মানে নেইমারের নাম প্রথমে আসলেও, সেটাই সব নয়।

মারাদোনা বলেন, সেইমার খেলতে না পারলেও ব্রাজিল জিততে পারে। নেইমারের ভালো বা মন্দ থেলার উপর নির্ভর করে না ব্রাজিলের ভালো বা মন্দ খেলা। ব্রাজিল মানে শুধু নেইমার নয়, ব্রাজিল মানে একটা দল। ফুটবল রাজপুত্র মনে করেন, নেইমার ছাড়াও ব্রাজিলের বিশ্বজয়ের ক্ষমতা রয়েছে। তারা বিশ্বকাপ জিততে পারে।

তাঁর কথায়, কোচ তিতের হাতে নেইমার ছাড়াও অনেক অপশন রয়েছে। তারপর তিতে দারুন কাজ করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর ২১টির মধ্যে ১৭টিতে জিতেছে ব্রাজিল। ৪৭টি গোল করেছে। গোল খেয়েছে মাত্র পাঁচটি। বিশ্বকাপ শুরুর আগে এই রেকর্ড অবশ্যই ব্রাজিলকে ভঊালো ফেলার রসদ জোগাবে।

মারাদোনা ব্যাখ্যা করেন, ব্রাজিল রক্ষণেও দারুণ উন্নতি করেছে। সাম্প্রতিক পারফরম্যান্সই তার জলজ্যান্ত প্রমাণ। আগে ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে নড়বড়ে দেখাল ব্রাজিলের রক্ষণ। এবার অনেক জমাট দেখাচ্ছে ব্রাজিলকে। তবে ব্রাজিলের বিরুদ্ধে কিন্তু লড়াই দেবে সুইজারল্যান্ড, সার্বিয়া ও কোস্টারিকা।

ব্রাজিল কোচের প্রশংসার পাশাপাশি মারাদোনা বলেছেন, নেইমার না থাকলে হয়তো অনেক ম্যাচে গোল পেত না ব্রাজিল। তিতের এই সাফল্যের জন্য সবথেকে বেশি অবদান নেইমারেরই। কিন্তু নেইমার ছাড়া উইলিয়ান, কুটিনহো, পাওলিনহো, মার্সেলো, সিলভাদের অবদানও যথেষ্ট। তাই এবার ব্রাজিলকে অনেক বেশি ফেবারিট লাগছে।

English summary
Argentain Football-God Maradona praises Brazil and Neymar. He says Brazil is favorite of fifa world cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X