For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্ত সমালোচনা দূরে সরিয়ে জাত চেনালেন মেসি, সুপার ঈগলসদের হারিয়ে নক আউটে আর্জেন্তিনা

ডু-অর-ডাই ম্যাচে জ্বলে উঠলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। লিওনেল মেসির হাত ধরে সুপার ঈগলসদের হারিয়ে নক আউট পর্বে পা রাখল আর্জেন্তিনা।

  • |
Google Oneindia Bengali News

ডু-অর-ডাই ম্যাচে জ্বলে উঠলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। লিওনেল মেসির হাত ধরে সুপার ঈগলসদের হারিয়ে নক আউট পর্বে পা রাখল আর্জেন্তিনা। এদিন শুরু থেকেই দারুণ ছন্দে ছিল দুই দলই। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য হয়ে উঠেছিল। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ে অসাধারণ শটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিও মেসি।

সুপার ঈগলসদের হারিয়ে নক আউটে আর্জেন্তিনা

তারপরে আর্জেন্তিনা আক্রমণ জারি রেখেছিল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ এসেছিল। তবে শেষ অবধি গোল আসেনি। বাম দিক থেকে অ্যাঞ্জেলো দি মারিয়া এদিন নিষ্প্রভ ছিলেন। যার ফলে একদিক থেকে আক্রমণ দানা বাঁধছিল না।

এভাবেই প্রথমার্ধ শেষ হয়। ১-০ গোলে তখন এগিয়ে ছিল নীল-সাদা জার্সিধারীরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে যান নাইজেরিয়ার মোয়েস।

গোল পেয়ে সুপার ঈগলসরা যেন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেই সময় আর্জেন্তিনা ডিফেন্সকে বেশ নড়বড়ে মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন গোল খেয়ে যেতে পারেন আরমানিরা। এই অবস্থায় ৬৬ মিনিটের মাথায় মারিয়াকে বসিয়ে ম্যাক্সিমিলিয়ানো মেসাকে ও ৭৯ মিনিটে নিকোলাসকে বসিয়ে আগেরোকে নামাতে আর্জেন্তিনা গোলের জন্য ঝাঁপায়।

আর এভাবেই ৮৭ মিনিটের মাথায় ডান দিকে ক্রস থেকে নিখুঁত শটে গোল করেন দলকে ২-১ গোলে এগিয়ে দেন মার্কাস রোহো। আর সেইসঙ্গে শেষ অবধি সুপার ঈগলস নাইজেরিয়াকে হারিয়ে শেষ ১৬-য় চলে গেল আর্জেন্তিনা।

English summary
Argentina beat Nigeria to enter round of 16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X