For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে বেশ বিপাকে আর্জেন্তিনা

ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারফাইনলে নামার আগে চিন্তা বাড়ছে আর্জেন্তিনার। দলের গুরুত্বপূর্ণ ছয় সদস্য ওই ম্যাচে হলুদ কার্ড দেখলে, কোয়ার্টার ফাইনালে তার সার্ভিস পাবে না দল।

Google Oneindia Bengali News

আগামীকাল শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্তিনা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে কার্ড সমস্যায় লিওনেল মেসির দল।

 ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে বেশ বিপাকে আর্জেন্তিনা

কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে ফ্রান্সের বিরুদ্ধে জিততেই হবে আর্জেন্তিনাকে। কিন্তু এই ম্যাচে তরুণ্যে ভরপুর ফ্রান্স যত না চিন্তা বাড়াচ্ছে আর্জেন্তিনার, তার থেকে বেশি চিন্তা বাড়চ্ছে হলুদ কার্ড। কারণ ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে বসে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। নাইজেরিয়াকে ২-১ গোলে হারানোর দিন খেলার অন্তিমলগ্নে হলুদ কার্ড দেখেন মেসি।

ফান্সের বিরুদ্ধে জিততে হলে মেসিকে মাঠে নামাতেই হবে সম্পাওলিকে। কিন্তু ওই ম্যাচে যদি হলুদ কার্ড দেখেন এলএম ১০ এবং জেতে আর্জেন্তিনা তাহলে কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন না মেসি।

কোয়ার্টার ফাইনালে মেসির দলের খেলা পড়বে উরুগুয়ে এবং পর্তুগাল ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। যেই দলই সামনে পড়ুক না কেন মেসিকে ছাড়া জিততে গেলে কালঘাম ছুটে যাবে আর্জেন্তিনার। আর এই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে কোচ হর্হে সাম্পাওলির।

আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়েন এমবাপে, পল পোগবাদের নিয়ে তৈরি ফ্রান্স দল নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ আর্জেন্তিনার। ফলে সেই ম্যাচেও মেসিকে না খেলানোর ঝুঁকি কোনও ভাবে নিতে চাইছে না আর্জেন্তাইন টিম ম্যানেজমেন্ট।

শুধু মেসিই নয়, এই সমস্যা রয়েছে আর্জেন্তিনার আরও পাঁচ জন ফুটবলারের। এই পাঁচ জন হলেন হাভিয়ের মাসচেরানো, মার্কোস অ্যাকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মাকার্ডো এবং এভার বানেগা। ফলে শুধু মেসিই নয় ফ্রান্সের বিরুদ্ধে যদি এই পাঁচ জনের মধ্যে কেউ হলুদ কার্ড দেখে তা হলে পরের রাউন্ডে খেলতে পারবে না।

English summary
Before the pre quarter final match against France, yellow card issue is now the main concern in the camp of Argentina.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X