For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিদের প্রথম একাদশে আসছে বড়সড় ‘পরিবর্তন’

প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে মেসির আর্জেন্তিনা। এই অবস্থায় পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দলে বড় পরিবর্তন আনছেন আর্জেন্তিনা কোচ সাম্পাওলি।

Google Oneindia Bengali News

প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে মেসির আর্জেন্তিনা। পেনাল্টি মিস করে সমালোচিত বিশ্বফুটবলের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও। তাঁর দিকে আঙুল উঠেছে আইসল্যান্ডের বিপক্ষে জয়ে মাঠে ফেলে আসার জন্য। এই অবস্থায় পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দলে বড় পরিবর্তন আনছেন আর্জেন্তিনা কোচ সাম্পাওলি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড়সড় ‘পরিবর্তন’ আনছে আর্জেন্তিনা

আর্জেন্তিনার অনুশীলন সেশনে সেই ইঙ্গিত স্পষ্ট। ভিন্ন কৌশলে ক্রোয়েশিয়াকে মাত করতে চাইছেন নীল-সাদা জার্সিধারীরা। ছক বদলের পাশাপাশি বেশ কয়েকজন প্লেয়ারকে বসাতে পারেন কোচ। আর এই তালিকায় রয়েছেন দুই মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও অ্যাঞ্জেলো ডি মারিয়া। রয়েছেন রোহোর মতো ডিফেন্ডারও।

আইসল্যান্ডের বিপক্ষে চার ডিফেন্ডারের মধ্যে রোহের পারফরম্যান্স ছিল খুব খারাপ। ফলে তিন ডিফেন্ডারকে নিচে রেখে দুই ডিফেন্সিভ মিডফিন্ডারকে খেলাতে পারেন সাম্পাওলি। তিন ডিফেন্ডার হতে পারেন গ্যাব্রিয়েল মেকার্ডো, নিকোলাস ওটামেন্ডি ও নিকোলাস তাগলিয়াফিকো। রোহোর পরিবর্তে মেকার্ডোকে আনতে পারেন কোচ। ডিফেন্সিভ হাফে তিনি খেলাতে পারেন মাসচেরানো ও এডুয়ার্ডো সালভিওকে।

বিগলিয়ার পরিবর্তে মার্কোস আকনাকে খেলাতে পারেন সাম্পাওলি। আর ডিমারিয়ার পরিবর্তে আনতে পারেন ক্রিশ্চিয়ান পাভনকে। ২২ বছর বয়সি এই ফুটবলারকে দিয়ে কিস্তিমাত করতে চাইছেন সাম্পাওলি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার প্রথম একাদশে এছাড়া থাকছেন মেসি, মেজা, আগুয়েরো। থাকছেন কাবাইরোও।

গ্রুপ ডি-তে এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় রয়েছে ক্রোয়েশিয়া। তারা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। আর্জেন্তিনা ও আইসল্যান্ড উভয়েরই সংগ্রহ এক পয়েন্ট। সেই নিরিখে আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া ম্যাচ নির্ণায়ক হতে চলেছে এই গ্রুপের। কঠিন গ্রুপে সবথেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচের দিকে তাই তাকিয়ে গোটা বিশ্ব। তাকিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্তিনা ও মেসির সমর্থকরা।

লিওনেল মেসিরা যেমন এই ম্যাচ জিতে চাপ কমাতে তৎপর, তেমনই ক্রোয়েশিয়াও আর্জেন্তিনাকে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে যেতে চাইছে। সেক্ষেত্রে তাদের শেষ ম্যাচ আইসল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। আর নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে আর্জেন্তিনাকে। তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।

English summary
Argentina can change first eleven against Croatia in their second match of Fifa World cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X