For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাম্পাওলি হঠাও, নাইজেরিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচের আগে দাবি মেসিদের

আর্জেন্টিনা নাকি বিশ্বকাপের দাবিদার। অথচ সেই দলের কোনও স্ট্র্যাটেজি নেই। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এতদিন ধরে করলেন কী কোচ সাম্পাওলি! বিশ্বকাপের জন্য কোনও প্ল্যান বি-ই নেই তাঁর।

Google Oneindia Bengali News

আর্জেন্টিনা নাকি বিশ্বকাপের দাবিদার। অথচ সেই দলের কোনও স্ট্র্যাটেজি নেই। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এতদিন ধরে করলেন কী কোচ সাম্পাওলি! বিশ্বকাপের জন্য কোনও প্ল্যান বি-ই নেই তাঁর। মেসি আটকে গেলেই আর্জেন্টিনা আটকে যাচ্ছে। এ কেমন কোচ। আবার এই কোচই কার্যত স্বীকার করে নিয়েছেন, তিনি মেসিকে ঠিক ব্যবহার করতে পারেননি।

সাম্পাওলি হঠাও দাবি, বিদ্রোহ আর্জেন্টিনা শিবিরে

সেই কারণেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর দাবি উঠেছে, সাম্পাওলি হঠাও। ফুটবলারদের মধ্যে থেকেই সাম্পাওলিকে সরিয়ে দিতে চেয়ে এককাট্টা হয়েছেন অনেকে। তাঁদের দাবি ম্যানেজার বুরুচাগাই আমাদের কোচিং করাবেন। আমরা চাই না সাম্পাওলিকে। যে সুযোগ এসেছে ফের আর্জেন্টিনার কাছে, তা কাজে লাগাতে সাম্পাওলির কোনও দরকার নেই।

নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে, তার আগে মেসির ফর্মে ফেরাটা জরুরি। একটা মাত্র গোলই তাঁকে আবার পুরনো ফর্মে ফিরিয়ে দিতে পারে। সেই চেষ্টাই করছেন। এবার বিশ্বকাপে মেসিকে সেভাবে পাওয়া যাচ্ছে না। এটা মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, এমন আভাস তিনি দিয়ে রেখেছেন। তারপর গতবার ফাইনালে পৌঁছেও বিশ্বকাপ না পাওয়ার হতাশায় এবার মেসি চার্জড থাকবেন অনেক বেশি- এমনটাই মনে করা হয়েছিল।

কিন্তু মেসি যেন ঝিমিয়ে রয়েছেন। এই অবস্থায় অন্য কোনও ফুটবলারদের মধ্যে তেমন উদ্যম দেখা যায়নি। এজন্য দায়ী করা হচ্ছে কোচকেই। সেই কারণে সিনিয়ন ফুটবলাররা বিদ্রোহ শুরু করেছেন সাম্পাওলির বিরুদ্ধে। তাঁরা সাম্পাওলির পরিবর্তে বুরুচাগাকে চাইছেন পরের ম্যাচ থেকেই কোচ হিসেবে। আর একইসঙ্গে সিনিয়ররা প্রায় সাত-আটজন একসঙ্গে অবসর নিতে পারেন এমন সম্ভাবনা উঁকি দিয়েছে। যদি নাইজেরিয়া ম্যাচেও আর্জেন্টিনা ব্যর্থ হয়, তাহলেই এই গণ অবসরের সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় সাম্পাওলি এখন স্থির করতে পারছেন না লিওকে তিনি কীভাবে ব্যবহার করবেন। তিনি বলে বসেছেন, আর্জেন্টিনা মেসির মেধা কাজে লাগাতে ব্যর্থ। তিনি মেসিকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না বলে পরোক্ষে মেসির ঘাড়েই দোষ চাপাচ্ছেন। নাইজেরিয়া আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনাকে লাইফ লাইন দিলেও, আর্জেন্টিনা শিবিরে যেভাবে দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে, তাতে আদৌ পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে পারবে কি না, তা-ই সন্দেহ।

English summary
Argentina footballers show revolt against coach Sampauli before Nigeria match in Fifa World Cup 2018. Argentina camp is against Coach. They want Buruchaga as a coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X