For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝিমিয়ে পড়া আর্জেন্তিনাকে লাইফ-লাইন দিল নাইজেরিয়া, মেসিরা কি পারবেন জাগতে

ফের আর্জেন্তিনাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এল নাইজেরিয়া। মেসিদের অক্সিজেন দিল আইসল্যান্ডের বিরুদ্ধে নাইজেরিয়ার জয়।

Google Oneindia Bengali News

ফের আর্জেন্তিনাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এল নাইজেরিয়া। মেসিদের অক্সিজেন দিল আইসল্যান্ডের বিরুদ্ধে নাইজেরিয়ার জয়। একইসঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্তিনা ও মেসি সমর্থকদের হতাশায় সামান্য হলেও প্রলেপ লাগাল নীল-সাদা জার্সিধারীদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী। এবার নাইজেরিয়াকে হারালেই তারা যেতে পারবে নক আউটে।

ঝিমিয়ে পড়া আর্জেন্তিনাকে লাইফ-লাইন দিল নাইজেরিয়া

তবে সেজন্য আর্জেন্তিনাকে তাকিয়ে থাকতে হরবে একটি ম্যাচের দিকে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয় তখনই উঠবে গোল পার্থক্যের প্রশ্ন। তখন গোল পার্থক্যে ছিটকেও যেতে পারে। সেজন্য নাইজেরিয়ার বিরুদ্ধে শুধু জিতলে হবে না, যতটা সম্ভব গোলসংখ্যা বাড়িয়ে রাখতে হবে আর্জেন্তিনাকে।

কেননা মঙ্গলবার আগে আর্জেন্তিনা বনাম নাইজেরিয়া ম্যাচ। তারপর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে আইসল্যান্ড। ক্রোয়েশিয়ার ফর্ম অনুযায়ী আইসল্যান্ডের পক্ষে তাদের হারানো খুবই কঠিন। তবু অনিশ্চয়তার খেলা ফুটবলে, সব সম্ভাবনাই সবসময় খোলা থাকে। সেদিক মাথায় রেখে আর্জেন্তিনা সমর্থকরা এখন থেকেই অঙ্ক কষতে শুরু করেছেন, কী হলে কী হবে।

প্রথম কথা আইসল্যান্ড নাইজেরিয়ার বিরুদ্ধে জিতে গেলে আর্জেন্তিনার আশা একপ্রকার শেষ হয়েই যেত। সেক্ষেত্রে অনেক বেশি গোলে জিততে হত আর্জেন্তিনাকে। আর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পয়েন্ট পেলে আর্জেন্তিনার জিতেও কোনও লাভ হত না। এই পরিস্থিতিতে নাইজেরিয়ার জয় মেসিদের লাইফ লাইন। ফিনিক্স পাখির মতো এখন শেষ ম্যাচে জেগে উঠতে পারেন কি না মেসিরা, সেদিকেই তাকিয়ে সমর্থকরা, ফুটবলমোদীরা।

বর্তমানে মেসিদের ফর্ম তাদের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। পুকো দলটাই দাঁড়িয়ে পড়ছে। অমনকী মেসির মতো বিশ্ববিখ্যাত ফুটবলারকেও মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁ প্রতিদ্বন্দ্বীরা যখন বিশ্বকাপে দাপাচ্ছে, তখন মেসি নিশ্চুপ। এখন জেগে উঠতে পারেননি। এবার শেষ ম্যাচে পড়ে পাওয়া সুযোগ তারা কাজে লাগাতে পারে কি না, তাই দেখার।

English summary
Argentina gets life line by Nigeria in Fifa World cup 2018. Nigeria defeats Iceland by 2-0 of their second match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X