For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ শেষেই নয়া চ্যালেঞ্জ মারাদোনার সামনে

নতুন দায়িত্ব হাতে নিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে মারাদোনাকে।

Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার প্রতিটা ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। দলের জয়ের পর যেমন বাঁধনছাড়া উচ্ছ্বাসে মেতে উঠেছেন, তেমনই দলের হারে কেঁদেছেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন অঙ্গভঙ্গির কারণেও উঠে এসেছেন খবরের শিরোনামে। ঠিকই ধরেছেন কথা হচ্ছে দিয়েগো মারাদোনাকে নিয়েই।

নতুন দায়িত্বে মারাদোনা

মারাদোনা ছাড়া কেই বা হতে পারেন! 'ফুটবল ঈশ্বর' বুট জোড়া তুলে রাখলেও স্রেফ তাঁকে দেখার জন্যই হাজার হাজার মানুষ আসতে পারেন স্টেডিয়ামে। তাই এই বিশ্বকাপে আরও বেশি করে দর্শকটানার জন্য মরাদোনাকে কাজে লাগিয়েছিল ফিফাও।

লুকাকু-এমবাপেরা মাঠ কাঁপালেও মাঠের বাইরের আকর্ষণ ছিলেন মারাদোনা। বিশ্বকাপ শেষে এবার নতুন দায়িত্ব হাতে নিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে মারাদোনাকে। বিখ্যাত এই দশ নম্বর জার্সিধারীর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ডায়নামো ব্রেস্ট। বেলারুশিয়ান প্রিমিয়ার লিগে ষষ্ঠস্থানে রয়েছে ব্রেস্ট।

এই বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরশাহীর দল আল ফুজাইরার দায়িত্ব ছাড়েন মারাদোনা। নতুন দায়িত্ব পেয়ে খুশি তিনি। তবে, মারাদোনা যেমন খামখেয়ালি স্বভাবের, তাতে কত দিন তিনি নতুন দায়িত্ব পালন করেন সেটাই দেখার!

[আরও পড়ুন:ব্রাজিলীয় বিশ্বকাপারের মা'কে অপহরণ, এক মহিলা সহ গ্রেফতার তিন][আরও পড়ুন:ব্রাজিলীয় বিশ্বকাপারের মা'কে অপহরণ, এক মহিলা সহ গ্রেফতার তিন]

English summary
Argentina Legend Diego Maradona was selected as as new chairman of dynamo brest in Belarus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X