For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ম্যান ইউ-র হার, জিতল ম্যান সিটি


 প্রিমিয়ার লিগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্সেনালের কাছে হার হজম করতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-কে। অন্যদিকে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

  • |
Google Oneindia Bengali News

প্রিমিয়ার লিগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্সেনালের কাছে হার হজম করতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-কে। অন্যদিকে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

 ম্যান ইউ-র হার

ম্যান ইউ-র হার

চলতি প্রিমিয়ার লিগে ব্যাকফুটে থাকা আর্সেনালের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হার বরদাস্ত করতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-কে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৮ ও ৪২ মিনিটে যথাক্রমে নিকোলাস পেপে ও সক্রেটিসের গোলে জয় পায় গানার্সরা।

ম্যান সিটি-র জয়

ম্যান সিটি-র জয়

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্য়াচে এভারটনকে ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে ম্যাচের ৫১ ও ৫৮ মিনিটে সিটির হয়ে গোল দেন ব্রাজিলিয় গ্যাব্রিয়াল জেসুস। ৭১ মিনিটে এভারটনের হয়ে গোল দেন রিচার্ডসন।

চেলসির ড্র

চেলসির ড্র

প্রিমিয়ার লিগে ব্রিজটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের ১০ মিনিটে চেলসির হয়ে গোল দেন সিজার। ৮৪ মিনিটে ব্রিজটনের হয়ে গোল শোধ দেন আলিরেজা।

জয়ী লেস্টার

জয়ী লেস্টার

নিউ ক্যাসেল ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল লেস্টার সিটি। ম্যাচের ৩৬, ৩৯ ও ৮৭ মিনিটে লেস্টারের হয়ে গোল দেন যথাক্রমে আয়োজে পিরেজ, জেমস মাডিসন ও হামজা চৌধুরী।

পয়েন্ট তালিকা

পয়েন্ট তালিকা

১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে লিভারপুল। দুই ম্য়াচ বেশি খেলে ১০ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লেস্টার সিটি। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। লিগ তালিকার চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৬। ২১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

English summary
Arsenal beat Man U and Man City beat Everton in Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X