For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্সেনালে প্রায় ২২ বছর থাকাটাই জীবনের সব থেকে বড় ভুল, জানালেন ওয়েঙ্গার

দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি টেনে গত মরসুমের শেষে আর্সেনালকে বিদায় জানান কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের কোচ হিসেবে ওয়েঙ্গার জিতেছেন একের পর এক ট্রফি। ক্লাবকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শীর্ষে।

Google Oneindia Bengali News

দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি টেনে গত মরসুমের শেষে আর্সেনালকে বিদায় জানান কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের কোচ হিসেবে ওয়েঙ্গার জিতেছেন একের পর এক ট্রফি। ক্লাবকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শীর্ষে।

আর্সেনালে প্রায় ২২ বছর থাকাটাই জীবনের সব থেকে বড় ভুল, জানালেন ওয়েঙ্গার

ক্লাবকে একে পর এক সাফল্য এনে দেওয়া সেই ওয়েঙ্গারের উপরই চাপ সৃষ্টি করে, তাঁকে পদত্যাগ করতে বাধ্য করে আর্সেনালের কর্তপক্ষ। আর তাই আর্সেনালে কাটানো প্রায় ২২ বছরকে নিজের জীবনের সব থেকে বড় ভুল হিসেবে চিহ্নিত করলেন এই ফরাসি কোচ।

ফরাসি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ওয়েঙ্গার বলেন, 'আমি এমনই এক জন মানুষ, যে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসে, নতুন জিনিস পছন্দ করে। কিন্তু এখন আমার মনে হয় একটা ক্লাবে ২২ বছর তাঁর আরও সংযোজন, 'আমার এক অনুশোচনা হচ্ছে কারণ আমি জীবনে বহু জিনিসকে অগ্রাহ্য করেছি আমার কাজের জন্য। পরিবারকে সময় দিতে পারিনি। সময় না দিতে পারার বহু বহু মানুষ আঘাত পেয়েছে আমার থেকে।'

সরাসরি আর্সেনালের নাম না করলেও, তিনি যথেষ্ট ভাল ভাবেই বুঝিয়ে দেন যে ক্লাবকে তিনি সব দিয়েছেন, সেই ক্লাব তাঁকে অবহেলা করার তিনি যথেষ্ট মর্মাহত।

৬৮ বছর বয়সী ওয়েঙ্গার ১৯৯৬ সালের অক্টোবর মাসে দায়িত্ব নেন আর্সেনালের। সেই দায়িত্ব ছাড়েন গত মরসুমের শেষে। আর্সেনালে নিজের কোচিং কেরিয়ারে তিনি জিতেছেন একের পর খেতাব। তাঁর হাত ধরে আর্সেনাল জিতেছে তিনটি প্রিমিয়ার লিগ এবং সাতটি এফএ কাপ। এফএ কমিউনিটি শিল্ড ওয়েঙ্গার জিতেছেন পাঁচবার।

English summary
arsene wenger admits staying at arsenal for 22 years perhaps his biggest mistake.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X