For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন হতে পারে এটিকে-মোহনবাগানের জার্সি, পাওয়া গেল আভাস

কেমন হতে পারে এটিকে-মোহনবাগানের জার্সি, পাওয়া গেল আভাস

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে কোন জার্সি পরে মাঠে নামবে এটিকে-মোহনবাগান, কোন প্রতীকই বা তারা ব্যবহার করবে, সে সবেরই সুস্পষ্ট আভাস পাওয়া গিয়েছে। আগামী জুলাইতে এটিকে-মোহনবাগান বোর্ডের বৈঠক বসবে। সেখানেই নতুন দলের নাম, জার্সি এবং প্রতীক চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এটিকে-মোহনবাগানের জার্সি

এটিকে-মোহনবাগানের জার্সি

দুই ক্লাবের কর্তারা এই ইস্যুতে কোনও কথা বলতে না চাইলেই গোপন সূত্রে খবর, দুই রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরে। সেক্ষেত্রে ঘরের মাঠে দলের জার্সির রং সবুজ-মেরুণ এবং অ্যাওয়ে ম্যাচে লাল-সাদা হতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। এর অর্থ জার্সি তৈরির ক্ষেত্রে দুই ক্লাবের কৌলিন্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

নতুন দলের প্রতীক কেমন হবে

নতুন দলের প্রতীক কেমন হবে

এটিকে-মোহনবাগানের জার্সি এবং প্রতীক কেমন হবে, তা দলের বোর্ড মিটিংয়ে ঠিক হবে। তার আগে পর্যন্ত যা খবর, নতুন দলের নতুন জার্সিতে দুই ক্লাবেরই প্রতীক বা লোগো পাশাপাশি রাখা হবে। এক্ষেত্রেও দুই শিবিরের স্বার্থকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর।

নতুন ক্লাবের নামকরণ

নতুন ক্লাবের নামকরণ

দুই ক্লাবের সংযুক্তিতে ৮০ শতাংশ শেয়ার নিজেদের দখলে রেখেছেন এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ২০ শতাংশ শেয়ার দেওয়া হয়েছে মোহনবাগানকে। তাই সবপক্ষের সম্মতিতে নতুন দলের নাম এটিকে-মোহনবাগানই রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের খাতায় এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামে নথিভূক্তও করা হয়েছে সংস্থা।

বোর্ড ডিরেক্টর কারা

বোর্ড ডিরেক্টর কারা

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কেন্দ্রীয় সরকারের এমসিএ ওয়েবসাইট ঘেঁটে জানা গিয়েছে যে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হচ্ছেন পাঁচ জন। অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার নাম তাতে না থাকলেও মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তকে সেই তালিকায় রাখা হয়েছে। পাঁচ জনের দলে রয়েছেন এটিকে কর্তা উৎসব পারেখ। রয়েছেন গৌতম রায় ও সঞ্জীব মেহরার নাম। জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন ক্লাবের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। সেখানেই দলের নাম, জার্সি এবং প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

লাইসেন্স নবীকরণে জরুরি 'স্পোর্টিং রাইটস'-এর অবস্থান নিয়ে ইস্টবেঙ্গলকে প্রশ্ন এআইএফএফেরলাইসেন্স নবীকরণে জরুরি 'স্পোর্টিং রাইটস'-এর অবস্থান নিয়ে ইস্টবেঙ্গলকে প্রশ্ন এআইএফএফের

English summary
ATK-Mohun Bagan jersy and club symbol will be mix and match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X