For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লাডলাইটে কলকাতা লিগে খেলার পক্ষে স্প্যানিশ কোচ হাবাস

ফ্লাডলাইটে কলকাতা লিগে খেলার পক্ষে স্প্যানিশ কোচ হাবাস

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় ভারতে ফুটবল এখন বন্ধ। ক্রিকেট থেকে ফুটবল সব খেলাই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের কারণে এখন স্থগিত রয়েছে। করোনা পরিস্থিতি সামলে দেশে অক্টোবরে ফুটবল মরসুম শুরু হতে পারে। অন্যদিকে কলকাতা লিগও অক্টোবরের আগে শুরু হওয়ার সম্ভাবনা দেখছে না আইএফএ। এই পরিস্থিতিতে ঘরোয়া লিগ শুরু হলে নৈশালেক লিগের ম্যাচ খেলার পক্ষে মোহনবাগান-এটিকে সংযুক্ত দলের কোচ হাবাস।

প্রিমিয়ারে কোন দল

প্রিমিয়ারে কোন দল

মোহনবাগান-এটিকে দল কলকাতা প্রিমিয়রের এ খেলবে তা একপ্রকার নিশ্চিত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে জাতীয় মরসুম শুরুর আগে ঘরোয়া লিগ দিয়ে দলের শক্তি দেখে নিতে চান স্প্যানিশ কোচ হাবাস। সেই মতোই কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

বাতিল পাক সিজন প্রস্তুতি

বাতিল পাক সিজন প্রস্তুতি

এটিকে দল প্রাক মরসুম প্রস্তুতির জন্যে স্পেন উড়ে যায়। এবছর করোনা ধাক্কার কারণে অবশ্য প্রাক মরসুম প্রস্তুতি বাতিল হয়েছে। ঘরোয়া লিগের দলগঠনও এখনও হয়নি। কর্তাদের সিনিয়র-জুনিয়র ফুটবলারদের মিলিয়ে দল গঠনের বার্তা দিয়েছেন হাবাস।

ম্যাচের গুরুত্ব বুঝে দল নামানো

ম্যাচের গুরুত্ব বুঝে দল নামানো

কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মহামেডানের মতো বড় দলের বিরুদ্ধে বড় ম্যাচে সিনিয়রদের উপর নির্ভরতা রাখতে চাইছেন হাবাস। লিগে বাকি ম্যাচগুলিতে গুরুত্ব অনুয়ায়ী রিসার্ভ দল খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষার পক্ষে স্প্যানিশ কোচ।

ফ্লাডলাইটে খেলা

ফ্লাডলাইটে খেলা

অন্যদিকে ঘরোয়া লিগে ফ্লাডলাইটে খেলার পক্ষে কর্তাদের জানিয়েছেন হাবাস। কলকাতা লিগে কোন মাঠে খেলা হবে নিশ্চিত না হলেও ফ্লাডলাইটে ম্যাচ খেলার বিষয়ে কর্তারা আশাবাদী।

হারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়েরহারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

English summary
atk mohun bagan manager Antonio Habas wants night matches in calcutta football league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X