For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি নট শেরিংহ্যামের, এটিকের দায়িত্ব সামলাবেন ওয়েস্টউড

এটিকে জায়গা ধরে রাখতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে আসা টেডি শেরিংহ্যাম। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দলকে চ্যাম্পিয়ন করেও চাকরি রিনিউ হয়নি হাবাস, মোলিনা -র। আর এ মরশুমে এটিকে -র যা পারফরম্যান্স তাতে যা হওয়ার ছিল তাই হল। চাকরি নট হয়ে গেল টেডি শেরিংহ্যামের। তার বদলে বাকি মরশুমে এটিকের দায়িত্ব সামলাবেন অ্যাশলে ওয়েস্টউড।

চাকরি নট শেরিংহ্যামের, এটিকের দায়িত্ব সামলাবেন ওয়েস্টউড

দু বারের চ্যাম্পিয়ন দলকে আরও একবার চ্য়াম্পিয়নশিপের পথে নিয়ে যাবেন ভেবে স্প্যানিশ নয় কলকাতা ফুটবলে এনেছিলেন ইংলিশ হাওয়া। এ মরশুমে আইএসএলে-র শুরুতে কলকাতা ফ্রাঞ্চাইজির দায়িত্ব সামলাতে এসেছিলেন ম্যান ইউয়ের প্রাক্তন স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম।

ভারি বায়োডেটা নিয়ে এসেছিলেন কলকাতার বাজারে শেরিংহ্যাম। ৫১ বছরের টেডি ইউরোপিয় ফুটবলে বেশ হেভিওয়েট নাম। ইংলিশ ফুটবল যাঁরা নিয়মিত দেখেন তাঁদের কাছে টেডি-র নাম নতুন নয়। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ ট্রেবলের স্বাদ চেখেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গোল করেছিলেন টেডি শেরিংহ্যাম।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও শেরিংহ্যাম টটেনহ্যাম হস্পার, ওয়েস্ট হ্যামের মত ইংলিশ ক্লাবগুলিতেও চুটিয়ে খেলেছেন। ফুটবলার জীবনের শেষে ম্যানেজমেন্টে ঢোকেন টেডি। ২০১৪-১৫ সালে ওয়েস্টহ্যামে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। এরপর কিন্তু চতুর্থ ডিভিসন ক্লাব লিগ টু-র কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দলের খারাপ পারফরমেন্সের কারণে তাঁকে বসিয়ে দেওয়া হয়। সেই চাকরি গিয়েছিল ফের আবার চাকরি গেল। আইএসএলের তালিকায় আট নম্বর জায়গায় লটকে রয়েছে। ১০ টি ম্যাচের মাত্র ৩ টি তে জয় পেয়েছে কলকাতার দল পয়েন্ট ১২। নকআউটে যাওয়ার সম্ভবনায় বালি। সব মিলিয়ে চাকরি যাওয়ারই ছিল ,সেটাই গেল।

এদিকে অ্যাশলে ওয়েস্টউডের দায়িত্ব ছিল দলের টিডি-র। শেরিংহ্যামকে সরিয়ে আপাতত এই মরশুমের জন্য দলের দায়িত্ব ওয়েস্টউডের হাতেই সঁপে দিল এটিকে ম্যানেজমেন্ট।

English summary
ATK sacks Seringham as their head coach for poor performence in ISL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X