For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমার-কুর্টিনহোর প্রাক্তন সতীর্থকে সই করিয়ে চমক এটিকের

দল গঠনে নয়া চমক দিল এটিকে। নেইমার, কুর্টিনহো, কাসেমিরোদের সতীর্থকে সই করাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। আসন্ন আইএসএলে এটিকের জার্সিতে দেখা যাবে নেইমারের সতীর্থ গার্সন ভিয়েরাকে।

Google Oneindia Bengali News

দল গঠনে নয়া চমক দিল এটিকে। নেইমার, কুর্টিনহো, কাসেমিরোদের সতীর্থকে সই করাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

নেইমার-কুর্টিনহোর প্রাক্তন সতীর্থকে সই করিয়ে চমক এটিকের

আসন্ন আইএসএলে এটিকের জার্সিতে দেখা যাবে নেইমারের সতীর্থ গার্সন ভিয়েরাকে। ২০০৯ অনূর্ধ্ব-১৭ ফিফা ওয়ার্ল্ড কাপে নেইমার, কুর্টিনহোদের অধিনায়ক ছিলেন ভিয়েরা।

অতীতে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে ভিয়েরার। ২০১৬ সালে আইএসএলে প্রথম আত্মপ্রকাশ ঘটে এই তারকা ডিফেন্ডারের। মুম্বই সিটি এফসির হয়ে সই করেন তিনি। সুনামের সঙ্গে মুম্বইয়ের জার্সিতে খেলার পাশাপাশি দলের অধিনায়কের দায়িত্বও সামলান তিনি।

গ্রিমিও-এর জার্সি গায়ে ক্লাব ফুটবলে আত্মপ্রকাশ ঘটান ভিয়েরা। পরে গ্রিমিও থেকে লোনে তিনি খেলেন ওয়েস্তি এবং রেড বুল ব্রাজিলে। ২০১৪ সালে উরুগুয়ের ক্লাব অ্যাতিনাসে লোনে খেলেন তিনি। ২০১৫ সালে ফিরে আসেন রেড বুল ব্রাজিলে।

এটিকেতে যোগ দেওয়ার আগে জাপানের দ্বিতীয় ডিভিশন ক্লাব রিনোফা ইয়ামাগুচির হয়ে খেলেন তিনি।
এটিকের হয়ে সই করতে পেরে খুশি নেইমারদের এই সতীর্থ। তিনি বলেন, 'ভারতে ফিরতে পেরে আমি খুশি এবং এটিকের হয়ে সই করে ভাল লাগছে। দলের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। খেতাব ক্লাবে ফিরিয়ে আনতে চাই।'

ভিয়েরাকে দলে পেয়ে খুশি এটিকে কোচ স্টিভ কপেল। তিনি বলেন, 'দারুণ কার্যকরী প্লেয়ার ভিয়েরা। ওর দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলকে আরও সমৃদ্ধ করবে। এটিকে পরিবারে আমি ওকে স্বাগত জানাই।'

ভিয়েরাকে সই করানোর বিষয়ে যিনি অনেকটাই দায়িত্ব পালন করেছেন সেই সঞ্জয় সেন বলেন, 'গত বছর অপ্রত্যাশিতভাবে প্রচুর গোল হজম করেছিল এটিকে। এইবার দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর।

ফলে আমি চেয়েছিলাম এমন কাউকে যে ডিফেন্সকে আরও শক্তিশালী করতে পারে। ভিয়েরার দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি তাঁর উচ্চতাও একটা ফ্যক্টার।'

গার্সিয়া ছাড়াও এই মরসুমে এটিকে সই করিয়েছে ব্রিটিশ ডিফেন্ডার জন জনসনকে। পাশাপাশি ভারতীয়দের মধ্যে এই মরসুমের কলকাতার জার্সিতে খেলবেন অর্ণব মন্ডল, আইবর লংখনজেরা।

English summary
Two time ISL winner ATK confirms Brazilian center back Gerson Vieira for forthcoming ISL. ATK informed the news Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X