For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনে তিন! চেন্নাইয়ান এফসিকে হারিয়ে তৃতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন এটিকে

তিনে তিন! তিন বার ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন এটিকে

  • |
Google Oneindia Bengali News

তিনে তিন। তিনবার ফাইনালে উঠে তিনবার চ্যাম্পিয়ন। গোয়ার মাঠে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে। ফাইনালে ৩-১ গোলে আধিপত্য রেখে ম্যাচ জিতল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

তিনে তিন! চেন্নাইয়ান এফসিকে হারিয়ে তৃতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন এটিকে

ফাইনালে এদিন এটিকের হয়ে জোড়়া গোল জাভি হার্নান্ডেজের। ম্যাচের শুরুতেই এদিন ১০ মিনিট চেন্নাইয়ানের রক্ষণ ভেদ করে হানান্ডেজ গোল পান। চেন্নাইয়ের ডিফেন্ড কোনও রকম প্রতিরোধই তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে এরপর ৯৩ মিনিটে আরও একটি গোল হার্নান্ডেজের। ফাইনালে জোড়া গোল করে নায়ক স্প্যানিশ ফুটবলার। মাঝে দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে এডু গার্সিয়া এটিকের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ানের হয়ে ভালসকিস গোল করলেও তারা ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে তৃতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন এটিকে।

উল্লেখ্য এটিকের চ্যাম্পিয়ন হওয়ার কারিগর রয় কৃষ্ণা এদিন ফাইনালে বল পায়ে কেরামতি দেখাতে ব্যর্থ হন।ফাইনালে প্রথমার্ধের ৪০ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কৃষ্ণা মাঠ ছাড়তে বাধ্য হন। ২০১৪, ২০১৬ সালের পর ২০১৯- ২০২০ ফুটবল মরসুমে ফের চ্যাম্পিয়ন হল এটিকে। অন্যদিকে পরের বার মোহনবাগানের সঙ্গে এটিকে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলতে চলেছে। সেক্ষেত্রে স্বতন্ত্রভাবে চ্যাম্পিয়ন হয়ে পরের মরসুমে যাচ্ছে এটিকে।

English summary
ATK wins record third ISL title, beats Chennaiyin by 3-1 goals in final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X