For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির হাতেই কি ষষ্ঠ ব্যালন ডি'অর! পুরস্কার বিতরণীতে নাম ঘোষণার আগে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস তথ্য

ষষ্ঠ বারের জন্য় ব্যালন ডি'অর পেতে চলেছেন লিওনেল মেসি! পুরস্কার বিতরণীতে এখনও একদিন বাকি থাকলেও সোশ্য়াল মিডিয়ায় ফাঁস এই তথ্য।

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠ বারের জন্য় ব্যালন ডি'অর পেতে চলেছেন লিওনেল মেসি! পুরস্কার বিতরণীতে এখনও একদিন বাকি থাকলেও সোশ্যাল মিডিয়ায় ফাঁস এই তথ্য।

এবছর পুরস্কার জেতার লড়াইয়ে মেসি অন্যতম দাবিদার। মেসির সঙ্গে ব্যালন ডি'অর জেতার অন্যতম আরেক দাবিদার লিভারপুলের ডাচ ফুটবলার ভার্গিল।

মেসির হাতেই কি ষষ্ঠ ব্যালন ডিঅর! পুরস্কার বিতরণীতে নাম ঘোষণার আগে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস তথ্য

লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মহম্মদ সালাহদেরও নাম রয়েছে।ফ্রান্সে জমকালো অনুষ্ঠানে ২ ডিসেম্বর পুরস্কার ঘোষণা হবে। তাঁর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরস্কার তালিকার স্ক্রিনশট ঘোরাফেরা করছে।

মেসির হাতেই কি ষষ্ঠ ব্যালন ডিঅর! পুরস্কার বিতরণীতে নাম ঘোষণার আগে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস তথ্য

লিক হয়ে যাওয়া সেই তালিকায় সাংবাদিক জুরিদের ভোটের বিচারে ব্যালন ডি'অর প্রাপক হিসেবে শীর্ষস্থানে রয়েছেন মেসি। স্কিনশটটিতে ভোটের বিচারে এগিয়ে থাকা ফুটবলারদের ক্রমানুযায়ী সাজানো হয়েছে। লিক এই স্ক্রিনশটটিতে মেসির পরে দু'নম্বরে রয়েছেন ভার্গিল। তিনে মিশরের সালাহ ও চারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন।

পুরস্কার বিতরণীতে নাম ঘোষণার আগে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস তথ্য

পয়েন্টের বিচারে সবচেয়ে বেশি ৪৪৬ পয়েন্ট পয়েছেন মেসি। সেখানে ভার্গিল অনেকটা পিছিয়ে ভোটিংয়ে ৩৮২ পয়েন্ট পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই স্ক্রিনশট নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। শেষ পর্যন্ত ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা হলে, লিক হওয়া তথ্যের সঙ্গে কোনও মিল থাকে কিনা, সেটাই এখন দেখার। স্ক্রিনশটটি সত্যি না মিথ্যে সেই ধন্ধে ফুটবলমহল।

English summary
Ballon d’Or 2019: Leaked Image Claims, Lionel Messi Has Won
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X