
বার্সেলোনার জয়
চোট সারিয়ে ফিরেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন লিওনেল মেসি। ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় পেল স্প্যানিশ জায়ান্ট। খেলা শুরুর ২ মিনিটের মাথায় গোল দিয়ে ইন্টার মিলানকে এগিয়ে দেন লাউটারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৮৪ মিনিটে ২টি গোল করে বার্সার জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।

লিভারপুলের লড়াকু জয়
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই-র ম্যাচে রেড বুলের মুখোমুখি হয়েছিল লিভারপুল। টানটান ম্যাচে ৪-৩ গোলে ম্যাচ জেতে ব্রিটিশ ক্লাব। লিভারপুলের হয়ে ৯, ২৫, ৩৬ ও ৬৯ মিনিটে গোল করেন যথাক্রমে সাডিও মানে, রবার্টসন ও মহম্মদ সালাহ (শেষ দুটি গোল)। ৩৯, ৫৬ ও ৬০ মিনিটে রেড বুলের হয়ে গোল করেন হাওয়াং হি-চান, টাকুমি মিনামিনো ও হালান্ড।

চেলসির জয়
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিলে-কে ২-১ গোলে হারাল চেলসি। ম্যাচের ২২ মিনিটে গোল দিয়ে ইংলিশ ক্লাবকে এগিয়ে দেন ট্যামি আব্রাহাম। প্রথমার্ধের ৩৩ মিনিটেই সোই গোল শোধ করেন লিলে-র ভিক্টর ওসিমহেন। ৭৭ মিনিটে উইলিয়ানের গোল ম্যাচে চেলসির জয় নিশ্চিত হয়।

জিতল ডর্টমুন্ড
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ২-০ গোলে হারাল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান দলের হয়ে গোল দুটি করেন হাকিমি।