For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৯৯তম গোল পেলেন লিওনেল মেসি, লা লিগায় বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত

৬৯৯তম গোল পেলেন লিওনেল মেসি, লা লিগায় বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

জন্মদিনের ঠিক সাত দিন আগে ফের জ্বলে উঠলেন লিওনেল মেসি। করোনা ভাইরাসের আতঙ্কে ভেঙে লা লিগায় একের পর এক ম্যাচ জিতেই চলেছে বার্সেলোনা। এবার লেগানেসকে পর্যুদস্ত করল স্প্যানিশ জায়ান্ট। লিগ তালিকার কততম স্থানে অবস্থান করছে মেসির দল, তা জেনে নেওয়া যাক।

বার্সা বনাম লেগানেস

বার্সা বনাম লেগানেস

দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতি নিয়েছিল বার্সেলোনা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক সুপরিকল্পিত আক্রমণ তুলে আনছিলেন লিওনেল মেসিরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয়েছিল বার্সাকে। তবে ৪২ মিনিটে আনসু ফাটির বুট থেকে প্রথম গোল পায় স্প্যানিশ জায়ান্ট। ৬৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি।

মেসির ৬৯৯

মেসির ৬৯৯

লেগানেসের বিরুদ্ধে এই ম্যাচে ক্লাব বার্সেলোনা ও দেশ আর্জেন্টিনা মিলিয়ে মোট ৬৯৯ গোলের মালিক হলেন লিওনেল মেসি। লা লিগায় পেনাল্টি থেকে করা মেসির গোল সংখ্যা ৫৬। এই তালিকায় তিনি স্থানে রয়েছেন। প্রথম স্থানে থাকা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লা লিগায় পেনাল্টি থেকে ৬১টি গোল করেছেন।

লা লিগা তালিকা

লা লিগা তালিকা

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে বার্সেলোনা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৯। এই পরিস্থিতিতে করোনা পরবর্তী এল ক্লাসিকো জমে উঠতে পারে।

রিয়ালের ম্যাচ

রিয়ালের ম্যাচ

আগামী শনিবার বা ১৯ জুন ভালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচ জিততে পারলে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কিছুটা হলেও কমবে।

English summary
Barcelona won as Lionel Messi scores his 699th career goal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X