For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রমণের বন্যা বইয়েও বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

বেলজিয়াম এদিন জিতে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে।

  • |
Google Oneindia Bengali News

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে দারুণ লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। নেইমার, কুটিনহোরা চেষ্টার করলেও গোল করতে পারেননি। শেষ অবধি ১-২ হেরে সেলেকাওদের রাশিয়া থেকে চলে আসতে হচ্ছে।

কাজান এরিনার গ্যালারি আজ ভরিয়ে ফেলেছিলেন ব্রাজিল সমর্থকেরা। বেলজিয়াম ভালো দল হলেও জেতার ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী ছিলেন। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তিতের ছেলেরা। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিলেন নেইমার, কুটিনহোরা। শুরুতেই যেকোনও সময় গোল পেয়ে যাবে ব্রাজিল এমনটাই মনে হচ্ছিল। তবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় ছন্দপতন।

আক্রমণের বন্যা বইয়েও বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

ব্রাজিলের প্রান্তে কর্ণার পায় বেলজিয়াম। নির্বিষ কর্ণারে মাথা ছুঁইয় বল ক্লিয়ার করতে গিয়ে ফের্নান্দিনহোর কাঁধে লেগে বল ঢুকে যায় ব্রাজিলের গোলে। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

তারপরেও ব্রাজিলের আক্রমণে খামতি ছিল না। একদিন থেকে উইলিয়ান, মার্সেলো ও মাঝখান থেকে নেইমার, কুটিনহোরা বারবার আক্রমণে উঠে আসছিলেন। তবে বেলজিয়াম যেভাবে জাপান ম্যাচে প্রতি আক্রমণে ঝড় তুলেছিল, সেই রণকৌশল নিয়ে ব্রাজিলের বিরুদ্ধেও সফল কোচ রবার্তো মার্তিনেস।

আর এই প্রতি আক্রমণ থেকেই রোমেলু লুকাকুর বাড়ানো বল থেকে ৩১ মিনিটে দুরন্ত গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন দে ব্রুইনে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The stats from one of Belgian football's greatest nights. <a href="https://twitter.com/hashtag/BRABEL?src=hash&ref_src=twsrc%5Etfw">#BRABEL</a> // <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a> <a href="https://t.co/t2WGo7P8Np">pic.twitter.com/t2WGo7P8Np</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1015326587955400704?ref_src=twsrc%5Etfw">July 6, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ব্যস, প্রথমার্ধে ৩১ মিনিটের মধ্যে দু'গোল খাওয়ার পরে ফিরে আসা সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে একের পর এক গোলের সুযোগ তৈরি করেও ব্রাজিল গোলের মুখ খুলতে পারেনি। নেইমার, পাউলিনহোদের সমস্ত প্রচেষ্টা বেলজিয়ামের গোলকিপার কোর্তোইসের কাছে এসে খেই হারিয়ে ফেলছিল। সাড়ে ছ'ফুটের বেলজিয়াম গোলকিপার একা হাফডজন নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন এদিন। যার ফলে মাথায় কুটেও ব্রাজিল গোল পায়নি।

শেষদিকে ৭৫ মিনিটের মাথায় রেনাতো অগাস্তোকে নামান তিতে। ৭৬ মিনিটে মাথায় হেড করে ব্রাজিলকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন তিনি। তারপরেও ব্রাজিল কয়েকটি সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে গোল আসেনি। ৯৩ মিনিটের মাথায় নেইমারের শট আটকে নিশ্চিত গোল বাঁচান সেই কোর্তোইস। ফলে খালি হাতেই কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় নিতে হল।

বেলজিয়াম এদিন জিতে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে। খেলা হবে মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়।

English summary
Belgium defeats Brazil 2-1 to qualify for the semi finals of Fifa World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X