For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডবল হ্যাটট্রিকে সুনীলকে ছাড়াই পারো এফসি-কে ৯ গোল বেঙ্গালুরুর

ডবল হ্যাটট্রিকে সুনীলকে ছাড়াই পারো এফসি-কে ৯ গোল বেঙ্গালুরুর

  • |
Google Oneindia Bengali News

থংখোসিয়েম হাওকিপ ও দেশোর্ন ব্রউনের জোড়া হ্যাটট্রিকে সুনীল ছেত্রীকে ছাড়াই ভূটানের পারো এফসি-কে ৯-১ গোলে হারাল বেঙ্গালুরু এফস। এর ফলে এএফসি কাপের চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ পর্বে প্রবেশ করল গত বারের আইএসএল জয়ী দল। ঘরের মাঠে বেঙ্গালুরুর এই জয় দেখে মুগ্ধ সমর্থকরা।

ডবল হ্যাটট্রিকে সুনীলকে ছাড়াই পারো এফসি-কে ৯ গোল বেঙ্গালুরুর

এএফসি কাপের প্রাথমিক যোগ্যতা অর্জন পর্বের অন্তর্গত দুই লেগের প্রথম ম্যাচ হয়েছিল ভূটানে। সেই ম্যাচ ১-০ গোলে জিতেছিল বেঙ্গালুরু এফসি। বুধবার সন্ধ্যায় দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করে হোম টিম। বেঙ্গালুরুর ফুটবলারদের বিক্রমে কার্যত গুটিয়ে যান পারো এফসি-র খেলোয়াড়েরা।

ম্যাচের ৬ মিনিটে বেঙ্গালুরু এফসি-র হয়ে এবং নিজের প্রথম গোলটি করেন থংখোসিয়েম হাওকিপ। ১৪ মিনিটে হোম টিমের হয়ে গোলের ব্য়বধান বাঁড়ান জুয়ানান। ম্যাচের ১৬ মিনিটে পারো এফসি-র হয়ে এক গোল শোধ দেন চেনচো গেইলটশেন। খেলার বাকি সময়ে দাপট জারি থাকে বেঙ্গালুরু এফসি-র। ২৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল দেন থংখোসিয়েম হাওকিপ। ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু। ২৯ মিনিটে হোম টিমের চতুর্থ গোলটি আসে দেশোর্ন ব্রউনের বুট থেকে। ম্যাচের ৫৪ ও ৬৪ মিনিটে আরও দুটি গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বেঙ্গালুরুকে ৬-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন ব্রউন।

দেশোর্ন ব্রউনের হ্যাটট্রিকে যেন নতুন উদ্যম পেয়ে যান থংখোসিয়েম হাওকিপ। ৬৬ মিনিটে হোম টিমের হয়ে দুর্দান্ত গোল দিয়ে নিজেরও হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের ৭৯ মিনিটে নিলি-র গোলে পারো এফসি-র বিরুদ্ধে ৮-১ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কফিনে শেষ পেরেক পোঁতেন সেই থংখোসিয়েম হাওকিপ। হোম টিমের হয়ে নবম ও নিজের চতুর্থ গোল পেয়ে যান তিনি।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">FT: Bengaluru FC 🇮🇳 9 - 1 🇧🇹 Paro FC<br><br> 🔟 -1️⃣ on aggregate. Bengaluru FC are in the play-off!<a href="https://twitter.com/hashtag/AFCCup2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#AFCCup2020</a> <a href="https://t.co/gTXoDnf09R">pic.twitter.com/gTXoDnf09R</a></p>— #AFCCup2020 (@AFCCup) <a href="https://twitter.com/AFCCup/status/1227635772355944451?ref_src=twsrc%5Etfw">February 12, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দুই লেগের এই প্রতিযোগিতায় এগ্রিগেটে পারো এফসি-র থেকে ১০-১ ব্যবধানে এগিয়ে থেকে এএফসি কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে প্রবেশ করেছে বেঙ্গালুরু এফসি। ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পরের রাউন্ডে মালদ্বীপের মাজিয়া আরসি-র বিরুদ্ধে তাদেরই মাঠে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। ২৬ ফ্রেব্রুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের ম্যাচ হবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে।

English summary
Bengaluru FC beat Bhutan Paro FC by 9-1 in AFC Cup qualifer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X