For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন উঠলে কোন টুর্নামেন্টের জন্যে ইস্টবেঙ্গলের জার্সি ফের গায়ে চাপাতে পারেন বাইচুং

করোনা লকডাউন উঠলে কোন টুর্নামেন্টের জন্যে ইস্টবেঙ্গলের জার্সি ফের গায়ে চাপাতে পারেন বাইচুং

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে ক্রীড়াক্ষেত্রেও লকডাউন। বুন্দেসলিগা দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে, কিন্তু ভারতে ভাইরাস সংক্রমণের যা পরিস্থিতি তাতে স্পেটেম্বরের আগে ক্রিকেট বা ফুটবল মাঠে বল গড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে, করোনা লকডাউন উঠলে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে পারেন বাইচুং ভুটিয়া।

ইস্টবেঙ্গলে খেলে অবসর নিতে চান বাইচুং

ইস্টবেঙ্গলে খেলে অবসর নিতে চান বাইচুং

ইস্টবেঙ্গল ক্লাবের শর্তবর্ষ উৎসবের অনুষ্ঠানে এসে প্রিয় ক্লাবের জার্সিতে আরও একবার ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু কোনও কারণে লাল-হলুদ জার্সিতে অবসর ম্যাচ খেলা হয়ে ওঠেনি বাইচুংয়ের।

ফুটসলে সেই সুযোগ

ফুটসলে সেই সুযোগ

করোনা পরবর্তী সময়ে ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপ দিয়ে ভারতে ফিরতে পারে ফুটবল। অন্তত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এমন আশাই রাখছে।

ফুটসল দিয়েই সম্ভবত ভারতীয় ফুটবল শুরু

ফুটসল দিয়েই সম্ভবত ভারতীয় ফুটবল শুরু

সেক্ষেত্রে আইএসএল বা আইলিগ নয় ফুটসল দিয়েই করোনা পরবর্তী সময়ে ভারতীয় ফুটবল মাঠে বল গড়াতে পারে। আর সেই ফুটবল খেলতে পারেন বাইচুং।

কটি দলের ফুটসল

কটি দলের ফুটসল

এখনও পর্যন্ত আইএসএল থেকে বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্সের মতো দল ফুটসাল টুর্নামেন্টে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। অন্যদিকে কলকাতা থেকে মহমেডান খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে করোনা পরিস্থিতিতে এখনই ফুটসলে খেলা নিয়ে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল কোনও সিদ্ধান্ত নেয়নি।

ফুটসলে খেলতে আগ্রহী বিজয়ন

ফুটসলে খেলতে আগ্রহী বিজয়ন

গোকুলাম এফসির হয়ে ফুটসলে আই এম বিজয়ন খেলতে রাজি হয়েছেন। সর্বভারতীয় এক সংবাদপত্রে বিজয়ন জানিয়েছেন, ফুটবল ছাড়লেও মাঝেমধ্যেই কেরল পুলিশের হয়ে সেভেন আ সাইড ম্যাচ খেলেন। ফুটসল হলে খেলতে তাই তিনি আগ্রহী।

বাইচুংকে ফুটসলে দেখতে চান বিজয়ন

বাইচুংকে ফুটসলে দেখতে চান বিজয়ন

এক প্রতিক্রিয়ায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার বাইচুংকে লাল-হলুদ জার্সিতে ফুটসালে দেখতে চান বলে বিজয়ন জানান। সেই সঙ্গে ফুটসলে নর্থ ইস্ট থেকে কোনও দল খেললে রেনেডি সিংকেও এই প্রতিযোগিতায় দেখতে চান বলে বিজয়ন জানিয়েছেন।

খেলতে আগ্রহী বাইচুং

খেলতে আগ্রহী বাইচুং

সর্বভারতীয় ঐ সংবাদপত্রে দেওয়া প্রতিক্রিয়ায় বাইচুং ফুটসলে খেলা নিয়ে আগ্রহ দেখিয়েছেন,তবে ফিটনেস রয়েছে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার। ‌সেই সঙ্গে ইস্টবেঙ্গল ফুটসল খেললে তাঁকে ভাবনায় রাখবে কিনা জানতে চান বাইচুং।

ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা এক! কেন মন্তব্য শোয়েব আখতারেরফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা এক! কেন মন্তব্য শোয়েব আখতারের

English summary
bhaichung bhutia can play Futsal for Red & Gold East Bengal Brigade,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X