For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন খুললে ম্যাচে নামবেন, কিন্তু গোল করা ছেড়ে এ কোন ভূমিকায় বাইচুং

লকডাউন খুললে ম্যাচে নামবেন, কিন্তু গোল করা ছেড়ে এ কোন ভূমিকায় বাইচুং

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে দেশে এখন চতুর্থ দফার লকডাউন। মার্চ মাস থেকে শুরু হওয়া ম্যারাথন লকডাউনের জেরে ভারতের খেলার দুনিয়া এখন বন্ধ। চতুর্থ লকডাউনে গ্যালারি দর্শকশূন্য রাখার শর্তে মাঠ খোলার অনুমতি মিলেছে। যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ছাড়াতে দূরত্ব বিধি মেনে ভারতে এখন কোনও খেলাই শুরু করা হয়নি। সেক্ষেত্রে অগাস্ট-সেপ্টেম্বরে দেশে ফুটবল শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আই লিগ বা আইএসএল নয়, ফুটসল দিয়ে ভারতের করোনা পরবর্তী সময়ে মাঠে বল গড়াতে চলেছে। তার জন্য লকডাউনের মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।

ফুটসলে বাইচুং

ফুটসলে বাইচুং

সেপ্টেম্বর মাসে ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপ দিয়ে মরশুম শুরু করার পরিকল্পনা করেছে ফেডারেশন। সেই ক্লাব ফুটসল চ্যাম্পিয়নশিপে বাইচুং ভুটিয়াকে খেলতে দেখা যেতে পারে। সেকারণেই লকডাউনের মধ্যে বল পায়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাহাড়ি বিছে।

নতুন ভূমিকায় বাইচুং

তবে গোল করা ছেড়ে ফুটবল মাঠে এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা গেল। গোল করার বদলে, গোলকিপিং অনুশীলনের ছবি বাইচুং নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ককে গোলকিপার হিসেবে দেখে ফ্যানেরা বেশ চমকেছেন। মুহূর্তেই ভারতীয় ফুটবল মহলে গোলকিপার বাইচুংয়ের এই ভিডিও এখন ভাইরাল।

বাইচুংয়ের প্রশংসায় বর্তমান ফুটবলার

বাইচুংয়ের প্রশংসায় বর্তমান ফুটবলার

দেশের প্রাক্তন অধিনায়ককে তেকাঠির সামনে গ্লাভস হাতে বল ধরতে দেখে জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং মজা করেছেন। এটিকের গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে উদ্দেশ্য করে গুরপ্রীত সিং লেখেন, তোকাঠিতে বাইচুং চলে আসার এবার তাদের জায়গা হারাতে চলেছে।

সেরা স্ট্রাইকার বাইচুং ভুটিয়া কেন গোলকিপার

সেরা স্ট্রাইকার বাইচুং ভুটিয়া কেন গোলকিপার

জানা গিয়েছে করোনা লকডাউনের আগেই গুয়াহাটিতে এক টুর্নামেন্টে সিকিমের দলের হয়ে দেশের প্রাক্তন স্ট্রাইকার গোলকিপার হিসেবে খেলেছিলেন। এবার ফুটবলেও বাইচুং গোলকিপার হিসেবে খেলতে পারেন।

মোহনবাগান-ইস্টবেঙ্গলের ঐতিহ্যের ডার্বি দ্বৈরথের ভবিষ্যৎ নিয়ে সুব্রত-বাইচুংরা কী বললেনমোহনবাগান-ইস্টবেঙ্গলের ঐতিহ্যের ডার্বি দ্বৈরথের ভবিষ্যৎ নিয়ে সুব্রত-বাইচুংরা কী বললেন

English summary
bhaichung bhutia plays goal keeper role during Football practice amid Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X