For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে রক্তের অভাব মোটাতে মোহনবাগান সমর্থকদের মানবিক উদ্যোগ

করোনা লকডাউনে রক্তের অভাব মোটাতে মোহনবাগান সমর্থকদের মানবিক উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী মারণ করোনা ভাইরাসের উদ্বেগে দেশে এখন চতুর্থ দফার লকডাউন। ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৫ মার্চ থেকে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করতে দেশে এভাবেই একাধিক দফার লকডাউন চলেছে। আর এই ঘরবন্দি প্রতিকূল পরিস্থিতিতে অনেকেই রক্তের প্রয়োজন হলে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। সেই সমস্যা সুরাহায় মোহনবাগান সমর্থকদের একটি দল এবার এগিয়ে এল।

লকডাউনের মাঝে সামাজিক কাজে বাগান সমর্থকরা

লকডাউনের মাঝে সামাজিক কাজে বাগান সমর্থকরা

রাজারহাট- বাগুইআটি মোহনবাগান মেম্বার্স অ্যান্ড সাপোর্টাস ফোরাম করোনা লকডাউনের সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে অন্যরকম উদ্যোগ নিল। সাধারণ বছর ভর বিভিন্ন সময় পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হয়ে থাকে। কিন্তু করোনার কারণে দেশে মার্চ মাসের শেষ থেকে লকডাউন জারি হওয়ায় সবাই এখন গৃহবন্দি। ফলে সামাজিক কাজ থেকে বিভিন্ন ক্লাবগুলি এখন হাত তুলে নিয়েছে।

মেরিনার্স সমর্থকদের মানবিক উদ্যোগ

মেরিনার্স সমর্থকদের মানবিক উদ্যোগ

সেখানেই সবার থেকে আলাদা রাজারহাট- বাগুইআটি মোহনবাগান মেম্বার্স অ্যান্ড সাপোর্টাস ফোরাম। চলতি বছরে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তবে করোনা ধাক্কায় ক্লাবের আই লিগ জয়ের কোনও সেলিব্রেশন সম্ভব হয়নি। এবার সামাজিক কাজের মধ্য দিয়ে ক্লাবের আই লিগ জয় উদযাপন করল মেরিনার্স সমর্থকরা।

স্বাস্থ্যবিধি মেনে রক্তদান

স্বাস্থ্যবিধি মেনে রক্তদান

ঘরবন্দির মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সোমবার বাগুইআটির বাগুইপাড়ায় সমর্থকদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্য সোমেশ্বর বাগুইয়ের উদ্যোগে এই রক্তদান শিবির হয়।

রক্তদাতার সংখ্যা

রক্তদাতার সংখ্যা

বাগান সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্লাবের ঘরের ছেলে শিল্টন পাল। স্বাস্থ্যবিধি মেনে এদিন ৪০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। সরকারি নিয়ম মেনে মোবাইল ভ্যানে রক্তদান শিবিরের অয়োজন করা হয়েছিল। রক্তদাতাদের উৎসাহিত করেন মোহনবাগানের তারকা গোলকিপার শিল্টন পাল

English summary
Blood donation camp arranged by mohun bagan supporters amid CoronaVirus Lockdown 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X