For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোট সারাতে কেরালা আসছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার?

Google Oneindia Bengali News

চোট সারাতে কেরালা আসছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার?
তিরুবন্তপুরম, ৯ জুলাই: চোট সারাতে ভারতে আসছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। মঙ্গলবার রাতে কেরালার এক টিভি চ্যানেলে এই খবর সম্প্রচার হয়। আর তাতে আপাতত গোটা কেরালায় খুশির হাওয়া।

টিভি চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী, মেরুদণ্ডের চোট সারাতে কেরালায় আয়ুর্বেদিক চিকিৎসা করাতে আসছেন নেইমার। এই সংক্রান্ত বিষয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডীর সঙ্গে যোগোযোগ করেছে। এর পর থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের।

যদিও এই ঘটনা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ওমেন চন্ডী। তাঁর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। তিনি জানিয়েছেন, যাতে রাজ্য সরকার নেইমারের আয়ুর্বেদিক চিকিৎসার প্রস্তাব রাখেন তার জন্য কেরালার ফুটবল প্রেমীরা অনুরোধ করেছেন।

ওমেন চন্ডীর কথায়, এবিষয়ে তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিএস শিবকুমারের সঙ্গে কথা বলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের প্রথম সারির আয়ুর্বেদিক হাসপাতালগুলির খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করেন। ইন্টারনেট থেকে নেইমারের চোটের যাবতীয় রিপোর্ট জোগাড় করেন তারা। এর পর রিপোর্টগুলি রীতিমতো খতিয়ে দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নেইমারের চিকিৎসার জন্য কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা আবশ্যক, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তাব আপাতত পরিকল্পনা স্তরেই রয়েছে। নেইমারের চিকিৎসায় আয়র্বেদ ব্যবহার করে কতটা সাফল্য পাওয়া যেতে পারে, কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হতে পারে পুরো বিষয়টা নিয়ে নিজেরা আগে নিশ্চিত হয়ে নেইমারের কাছে প্রস্তাবটি রাখতে চাইছিলাম। বুধবারই এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করার কথাও ছিল। কিন্তু তার মধ্যেই কোনও এক সংবাদ চ্যানেল এই খবরটিকে বিকৃত করে পেশ করেছে। ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌছিয়েছে।

আপাতত নেইমারের কাছে কেরালার আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণের প্রস্তাব পাঠানে হবে কি না সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Brazil football player Neymar coming to Kerala for ayurveda treatment?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X