For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর মতো সপ্রতিভ হতে পারলেন না নেইমার, সুযোগ নষ্টের খেসারত দিল ব্রাজিল

হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ব্রাজিলের জয় দেখতে চেয়েছিলেন সবুজ-হলুদ সমর্থকরা। কিন্তু আবার ইউরোপিয়ান দেশের গতির কাছে লাতিন আমেরিকার ফুটবল শৈলী চাপা পড়ে গেল।

Google Oneindia Bengali News

গতবার জার্মানির কাছে লজ্জার হার বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এবার তাই তারকাখচিত ব্রাজিল দলের কাছ থেকে হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল দেখার আশায় ছিলেন সবুজ-হলুদ সমর্থকরা। কিন্তু আবার ইউরোপিয়ান দেশের গতির কাছে লাতিন আমেরিকার ফুটবল শৈলী চাপা পড়ে গেল। ম্যাচ শেষ হল অমিমাংসিত ভাবে।

রোনাল্ডোর মতো সপ্রতিভ হতে পারলেন না নেইমার

প্রথমার্ধের শুরুতেই ঝড় তুলে খেলা শুরু করেন নেইমাররা। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। কুটিনহো গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওটে ম্যাচ। সুইজারল্যান্ড সমানে লড়াই চালিয় যায়। এমনকী বল দখলের লড়াইয়ে ব্রাজিলকে টেক্কা দেয় সুইজারল্যান্ড। কিন্তু কাঙ্খিত গোলের দেখা মেলেনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">STATS // <a href="https://twitter.com/hashtag/BRASUI?src=hash&ref_src=twsrc%5Etfw">#BRASUI</a> <a href="https://t.co/Y25EyLi4Wu">pic.twitter.com/Y25EyLi4Wu</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1008439554456588290?ref_src=twsrc%5Etfw">June 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইজারল্যান্ড ব্রাজিলের গোলে আঘাত হানে। ৫০ মিনিটের মাথায় শাকিরির বাড়ানো বলে মাথা ছুঁইয়ে গোল পেয়ে যান জুবের। খেলার ফল দাঁড়ায় ১-১। এরপর মুহূর্মুহূ আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। কিন্তু গোলের কাছে পৌঁছেও তেকাঠির মধ্যে বল রাখতে ব্যর্থ হন নেইমাররা। এই পর্বে প্রতি আক্রমণেই জোর দেয় সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড টিপিক্যাল ইউরোপিনদের মতো ডিফেন্স করে ব্রাজিলের কাছ থেকে পয়েন্ট কাড়তে ডিপ ডিফেন্স লোক বাড়িয়ে দেয়। তবে প্রতি আক্রমণে গোলের চেষ্টাও ছাড়েনি তারা। প্রতিবেশী দেশের মেসির মতোই এদিন নেইমারের কোনও চেষ্টাই কাজে লাগেনি। তবু ৮০ শতাংশ ফিট নেইমার চেষ্টার কসুর করেননি। বারবার বিপক্ষ ডিফেন্ডারদের শরীরি ফুটবলের ফাঁদে পড়তে হয়েছে তাঁকে।

English summary
Brazil vs Switzerland match of fifa world cup 2018 drawn. Both sides score one goal each. Kutinho scores for Brazil and Juber scores for Switzerland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X