For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্সেনালে দাভিদ লুইস, ইন্টার মিলানে রোমেলু লুকাকু

ট্রান্সফার উইন্ডো বন্ধের ঠিক আগে দুই বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে আর্সেনালে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস।

  • |
Google Oneindia Bengali News

ট্রান্সফার উইন্ডো বন্ধের ঠিক আগে দুই বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে আর্সেনালে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস। অন্যদিকে ইংল্যান্ড ছেড়ে ইতালির দিকে রওনা হলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরিবর্তে ইন্টার মিলানের জার্সিতে দেখা যাবে তাঁকে। এক নজরে বিশ্ব ফুটবলে আরও বেশ কয়েকটি ট্রান্সফারের দিকে চোখ বোলানো যাক।

সোনিয়ার গণতন্ত্র বাঁচাও পদযাত্রা

সোনিয়ার গণতন্ত্র বাঁচাও পদযাত্রা

উত্তরাখণ্ডে বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। এই দাবিতে এদিন দিল্লির যন্তর-মন্তর থেকে সংসদ পর্যন্ত পদযাত্রা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

দাভিদ লুইস

দাভিদ লুইস

২০১১ সালে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন দাভিদ লুইস। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ২০১২, ২০১৭ সালে ইংলিশ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। ২০১২ ও ২০১৮ সালে চেলসির হয়ে এফএ কাপ এবং ২০১৩ ও ২০১৯ মরশুমে ইউরোপা লিগ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩২ বছরের ব্রাজিলিয়। মাঝে কিছুটা সময় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মানেও কাটান দাভিদ লুইস। ৯৭ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকায় চেলসি থেকে আর্সেনালে এলেন তিনি।

অগস্তা ওয়েস্টল্যান্ড মামলা

অগস্তা ওয়েস্টল্যান্ড মামলা

ভিভিআইপি চপার কেন সংক্রান্ত অগস্তা ওয়েস্টল্যান্ড মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর ভাইকে এবার সমন করল সিবিআই।

রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু

বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু দুই বছর আগে ব্রিটিশ ক্লাব এভারটন থেকে ৯১ মিলিয়ন ডলার বা প্রায় ৬৫ কোটি টাকায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছিলেন। সেই ম্যান ইউ থেকে এবার ৮০ মিলিয়ন ইউরো বা ৬৩ কোটিরও বেশি টাকায় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের জার্সি গায়ে চাপালেন লুকাকু।

কেরলে ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন

কেরলে ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন

কেরলে নার্সিং ছাত্রী ধর্ষণের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

কুটিনহো-দিবালা

কুটিনহো-দিবালা

খবর রটে, স্পেন ছেড়ে ফের ইংল্যান্ডে যেতে পারেন ব্রাজিলিয় স্ট্রাইকার কুটিনহো। এমনকী আর্জেন্তাইন পাওলো দিবালা ইতালি ছেড়ে কোনও প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা যায়। কিন্তু কোনও ইংলিশ ক্লাবের তরফে ভালো কোনও অফার না পাওয়ায় বার্সেলোনা ও জুভেন্তাস যথাক্রমে কুটিনহো ও দিবালাকে ছাড়তে রাজি হয়নি বলে খবর।

উত্তরাখণ্ডে ভূমিকম্প

উত্তরাখণ্ডে ভূমিকম্প

উত্তরাখণ্ডে বৃহস্পতিবার মাঝরাতে মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

কেন্দ্রকে হুঁশিয়ারি সোনিয়ার

কেন্দ্রকে হুঁশিয়ারি সোনিয়ার

গণতান্ত্রিক উপায়ে তৈরি কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে গণতন্ত্রকেই দুর্বল করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। আমরা বেঁচে থাকতে এমন হতে দেব না। যন্তর-মন্তরে সভা করে কেন্দ্রকে এই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার মনমোহন-সোনিয়া

বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার মনমোহন-সোনিয়া

দিল্লিতে গণতন্ত্র বাঁচাও সভা করে বিক্ষোভ দেখানোয় গ্রেফতার করা হল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অনেক কংগ্রেস নেতাকে। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

লরির ধাক্কায় মৃত মহিলা সহ চার

লরির ধাক্কায় মৃত মহিলা সহ চার

উত্তর দিনাজপুরের ইটাহারে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ চারজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ ইটাহারের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে প্রথমে একটি চায়ের দোকান ও পরে সংলগ্ন বাড়িতে ঢুকে যায় লরিটি। ঘটনাস্থলেই এক মহিলা সহ চারজনের মৃত্যু হয়।

ইকবালের অফিসে হামলা

ইকবালের অফিসে হামলা

কলকাতায় তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলার অভিযোগ। এদিন রাজাবাজারে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদের অফিসে ঢুকে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী।পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ ইকবালের।

মোদী সরকারকে নিশানা

মোদী সরকারকে নিশানা

নিজেদের দু'বছরের সরকারের ব্যর্থতা থেকে নজর ঘুরিয়ে দিতে বিরোধী কংগ্রেসের উপরে আঘাতের চেষ্টা করছে বিজেপি সরকার। চপার দুর্নীতিকে সরিয়ে রেখে এভাবেই নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন সোনিয়া গান্ধী।

১০ মে উত্তরাখণ্ডে আস্থাভোট

১০ মে উত্তরাখণ্ডে আস্থাভোট

আগামী ১০ মে উত্তরাখণ্ড বিধানসভায় হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট নির্ধারিত হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া ৯ বিধায়ক ভোটে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

গোমাংস খাওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠল মহারাষ্ট্রে

গোমাংস খাওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠল মহারাষ্ট্রে

গোমাংস খাওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্রের বাইরে থেকে এনে ফেলে অসুবিধা নেই জানিয়ে দিয়েছে আদালত।

কেরলে সভা মোদী-রাজনাথের

কেরলে সভা মোদী-রাজনাথের

কেরলে বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

৪০০ রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই

৪০০ রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই

আগামী বছরের মধ্যেই দেশের ৪০০ রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই বসবে বলে জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

প্যারোলে মুক্ত সুব্রত রায়

প্যারোলে মুক্ত সুব্রত রায়

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্ত হলেন সাহারা কর্ণধার সুব্রত রায়।

English summary
Brazilian David Luiz sings for Arsenal as transfer window close for the year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X