For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি-রোনাল্ডো নন, মারাদোনার চোখে 'সর্বকালের সেরা', ফুটবলার হতে পারতেন অন্য কেউ, জানেন তিনি কে

সিনিয়র রোনাল্ডোরই বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা ছিল বলে মত মারাদোনার।

  • |
Google Oneindia Bengali News

রোনাল্ডো লুইস নাজারিও দে লিমা। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি স্ট্রাইকার হিসাবে খেলে সকলের মন জয় করেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসাবে তাঁকে বিশ্ব ফুটবল মান্যতা দেয়। এহেন সিনিয়র রোনাল্ডোরই বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা ছিল বলে মনে করছেন আর এক কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা।

মারাদোনার চোখে সর্বকালের সেরা, ফুটবলার হতে পারতেন অন্য কেউ

সম্প্রতি আর্জেন্তিনার একটি টিভি শো-তে হাজির হয়ে মারাদোনা বলেন, চোট-আঘাত কেরিয়ারে প্রভাব না ফেললে রোনাল্ডোই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হতেন।

ব্রাজিলের এই প্রাক্তন কিংবদন্তি দেশের হয়ে ৯৮টি ম্যাচ খেলে ৬২টি গোল করেছেন। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনবার। ব্যালর ডি অঁর পেয়েছেন ২ বার।

দেশের পাশাপাশি ক্লাব স্তরে ক্রুসেইরো, বার্সেলোনা, পিএসভি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও কোরিন্থিয়ান্সে খেলেছেন। মারাদোনা বলেছেন, রোনাল্ডো খেলোয়াড়ের থেকেও বেশি ভালো মানুষ হিসাবে। যবে থেকে দেখা, এখনও একটুও বদলায়নি রোনাল্ডো। চোট-আঘাত রে সমস্যা না থাকলে ওই হতো সর্বকালের সেরা।

রোনাল্ডো দেশের হয়ে ১৭ বছর বয়সে বিশ্বকাপে খেলেন। দেশের হয়ে সবচেয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে অভিষেক হয়। ১৯ বছর বয়সে চোট লাগার পরে ১৯৯৯ সালে ফের একবার চোট পান রোনাল্ডো। তারপরে বারবার চোট আঘাতে কেরিয়ার ছোট হয়ে আসে তাঁর। তবে তার মাঝেই ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে জিতিয়ে আনেন তিনি।

English summary
Brazilian Ronaldo would have been the greatest player ever, says Diego Maradona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X