For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা লিগ শুরুর আগেই খুশির খবর রেফারিদের জন্য

কলকাতা ফুটবল লিগ শুরুর আগেই স্পনসর পেয়ে গেল ক্যালকাতা রেফারীজ অ্যাসোসিয়েশান।

Google Oneindia Bengali News

৩ তারিখ থেকে শুরু হচ্ছে এই মরসুমের কলকাতা লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ অগ্রগামী। তার আগে সুখবর এল কলকাতা লিগে ম্যাচ পরিচালনাকর দায়িত্বে থাকা রেফারিদের জন্য।

কলকাতা লিগ শুরুর আগেই খুশির খবর রেফারিদের জন্য

আসন্ন কলকাতা লিগের আগে দু'টি স্পনসর পেয়ে গেল কলকাতার রেফারিরা। দু'টি সর্বভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি হল ক্যালকাতা রেফারীজ অ্যাসোসিয়েশনের।

একটি সর্বভারতীয় স্টিল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বছরে আড়াই লক্ষ টাকা করে পাবে তারা। অপর কোম্পানিটির সঙ্গে চুক্তি হয়েছে তিন বছরের। বছর প্রতি তাদের থেকে চার লক্ষ টাকা পাবে তারা।

ক্যালকাতা রেফারীজ অ্যাসোসিয়েশনের সচিব চিত্তদাস মজুমদার বলেন, 'নতুন স্পনসর আসায় অনেকটাই সুবিধা হল আমাদের। অধিকাংশ রেফারিরাই বেকার। ফলে স্পনসরের প্রয়োজন ছিল আমাদের।' এমনিতে কলকাতা লিগ পরিচালনা করে অত্যন্ত কম টাকা পান রেফারিরা। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ করিয়ে একজন রেফারি পান পাঁচশো টাকা। ডার্বি হলে সেই টাকার অঙ্কটা দ্বিগুন হয়ে দাঁড়ায় হাজার টাকা। এছাড়া অনেক সময়ে ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়। ফলে নয়া স্পনসর আসায় রেফারিদের টাকার অঙ্কটা অনেকটা বাড়বে বলেই খবর। নতুন স্পনসর আসায় খুশি কলকাতার রেফারিরাও।

English summary
Before the Calcutta Football League Calcutta Referees’ Association gets sponsors. Association is happy to getting two new sponsors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X