For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডর্টমুন্ডের ঝড়, মেসিহীন বার্সা, সালাহর ৫০ গোল! একনজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল

ডান হাতের হাড় ভেঙে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন লিওনেল মেসি এই অবস্থাতেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ইন্টার মিলান ক্লাবের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।

  • |
Google Oneindia Bengali News

ডান হাতের হাড় ভেঙে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন লিওনেল মেসি এই অবস্থাতেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ইন্টার মিলান ক্লাবের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।

শুধু বার্সেলোনা নয়, লিভারপুল, পিএসজি, ডর্টমুন্ড - উইরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের মোট ৬টি ম্যাচ ছিল বুধবার রাতে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচের কী ফল হল।

বরুসিয়া ডর্টমুন্ড বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ

বরুসিয়া ডর্টমুন্ড বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ

ডর্টমুন্ড বোঝালো কেন তাদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম দাবিদার ধরা হচ্ছে। ঘরের মাঠে অ্যাথেটিকো মাদ্রিদকে তারা বিশাল ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ এ-এর শীর্ষস্থান ধরে রাখল। বরুসিয়ার হয়ে গেলোর মুখ খুলেছিলেন অ্যাক্সেল উইটসেল(৩৮')। আর সেষ ২০ মিনিটে তো রীতিমতো ঝড় তোলে বুন্দেশলিগায় শীর্ষে থাকা দলটি। এই সময়ে জোডা় গোল (৭৩' ও ৮৯') করে যান রাফায়েল গুরেরো, আরও একটিু গোল করেন জাদোন স্যাঞ্চো (৮৩')। অ্যাথলেটিকো কোচ হিসেবে এটাই কোচ সিমিওনে সবচেয়ে বেশি ব্যাবধানে হার।

বার্সেলোনা বনাম ইন্টার মিলান

বার্সেলোনা বনাম ইন্টার মিলান

মেসিকে ছাড়াই এই ক্যাম্প ন্যুতে নেমিছিল বার্সেলোনা। মেসির অনুপস্থিতিতে দারুন খেলেন সুয়ারেজ। ম্যাচের ৩২ মিনিটে তাঁর বাড়ানো দুর্দান্ত ক্রস থেকেই নিজের আগের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান ব্রাজিলিয় রাফিনহা। ইন্টারের গোলকিপার হ্যান্ডানোভিচ ভাল ফর্মে থাকলেও ম্যাচের ৮৩ মিনিটে তাঁকে আবার পরাস্ত করেন জোর্দি আলবা। সব মিলিয়ে মেসিহীন বার্সা গ্রুপ বি-এর ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে পরাস্ত করে।

পিএসজি বনাম নাপোলি

পিএসজি বনাম নাপোলি

দি মারিয়ার ইনজুরি টাইমের দুরন্ত গোলে গ্রুপ সির ম্যাচে ইতালির নাপোলির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ ২-২ ড্র করে কোনও রকমে এক পয়েন্ট পেল প্যারি সাঁ জাঁ। ম্য়াচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে মার্টিন দ্রিয়েসের গোলে ২-১ এগিয়ে গিয়েছিল নাপোলি। মনে করা হয়েছিল ঘরের মাঠে এবারের চ্য়াম্পিয়ন্স লিগে প্রথম হার হতে চলেছে পিএসজির। কিন্তু বাঁচিয়ে দেন দি মারিয়া। লোরেন্সো ইনসিগনে প্রথমার্ধে (২৯') গোল করে এগিয়ে গিয়েছিলেন নাপোলিকে। কিন্তু ৬১ মিনিটে মারিও রুইয়ের আত্মঘাতি গোলে সমতা ফিরে এসেছিল। এরফলে ৩ ম্যাচের পর নাপোলি ৫ পয়েন্ট নিয়ে থাকল গ্রুপ সি-এর ২ নম্বরে। আর ১ পয়েন্ট কমনিয়ে ছঠিক তার পরেই থাকল পিএসজি।

লিভারপুল বনাম রেড স্টার বেলগ্রেড

লিভারপুল বনাম রেড স্টার বেলগ্রেড

লিভারপুলের জার্সি গায়ে নিজের ৫০তম গোল পেলেন মহম্মদ সালাহ। যার জোরে ঘরের মাঠে রেড স্টার বেলগ্রেড-এর বিরুদ্ধে সহজেই ৪-০ গোলে জয় পেয়ে গ্রুপ সি-র শীর্ষে চলে গেল জুর্গেন ক্লপের দল। মাত্র ৫১ মিনিটের মধ্যেই জোড়া গোল (৪৫' ও ৫১') করে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন সালাহ। এছাড়া ২০ মিনিটে ফিরমিনহো ও ৮০ মিনিটে সাদিও মানে আরও দুটি গোল করেন।

লোকোমোটিভ মস্কো বনাম এফসি পোর্তো

লোকোমোটিভ মস্কো বনাম এফসি পোর্তো

১০ জনের লোকোমোটিভ মস্কোকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ টি তে তাদের শীর্ষ স্থান ধরে রাখল এফসি পোর্তো। অবশ্য ম্য়াচের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইকের ক্যাসিয়াস মানুয়েল ফার্নান্দেজের পেনাল্টি সেভ না করলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এরপরই অবশ্য ফল্টোদিকে বক্সে পেনাল্টি থেকে গোলকরে পোর্তোকে এগিয়ে দিয়েছিলেন মৌসা মারেগা (২৬')। এরপর ৩৫ মিনিটে হেড থেকে গোল করে লিড বাড়ান হেক্টর হেরেরা। কিন্তু এর তিন মিনিট পরে মস্কোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলটি করেন মিরাঞ্চুক। কিন্তু ৪৭ মিনিটের মাথায় কোরোনার গোলে আবার ২ গোলে পিছিয়ে পড়েছিল তারা। ৭৬ মিনিটে সলোমন লালকার্ড দেখে বেরিয়ে গেলে ম্য়াচে ফেরার সব আশা শেষ হয়ে যায় মস্কোর।

গালাতাসারে বনাম শালকে

গালাতাসারে বনাম শালকে

গালাতাসারে বাম শালকে ম্যাচটি ০-০, গোলে অমীমাংসিত থাকে। ফলে ৩ ম্যাচ পর গালাতাসারের পয়েন্ট দাঁড়ালো ৪। তারা এই মুহূর্তে ডি গ্রুপে ৩ নম্বরে থাকলো। আর সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে ২ ম্বরে থাকল শালকে।

English summary
Results of 6 Champions League 2018 matches played at Wednesday night (24 Oct).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X