For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে কোয়ার্টার ম্যাচের আগে মেসির চোটে চিন্তায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে কোয়ার্টার ম্যাচের আগে মেসির চোটে চিন্তায় বার্সেলোনা

  • |
Google Oneindia Bengali News

নাপোলির বিরুদ্ধে মাটিতে আছড়ে পড়ে ম্যাজিক গোলে দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। সামনে এবার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। আগামী শুক্রবার লিসবনে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছেন মেসিরা।

করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম্যাটে বদল

করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম্যাটে বদল

করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিনন্স লিগের ফর্ম্যাট পাল্টেছে। নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শেষ করতে নিরপক্ষে মাঠে খেলা ও কোয়ার্টার থেকেই নকআউট শুরু করেছে উয়েফা। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে শুক্রবার লিসবনে বায়ার্ন মিউনিখের জেতা ছাড়া মেসিদের সামনে এখন কোনও উপায় নেই।

মেসির চোট নিয়ে চাপা অস্বস্তি

মেসির চোট নিয়ে চাপা অস্বস্তি

লিসবনে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে শিবিরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে।

মেসির পায়ে ব্যান্ডেজ

মেসির পায়ে ব্যান্ডেজ

মঙ্গলবার লিওনেল মেসিরা যখন মাঠে অনুশীলন করতে আসেন। তখন মেসির বাঁ-পায়ের হাঁটু পর্যন্ত জড়ানো বিশেষ ধরনের ব্যান্ডেজ। সেই ছবি চাউর হওয়ার পর থেকেই মেসিকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নাপোলি ম্যাচে মেসির চোট

নাপোলি ম্যাচে মেসির চোট

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার পর্বে নাপোলির বিপক্ষে খেলতে গিয়ে মেসি হালকা চোটে চেয়েছিলেন। প্রতিপক্ষ দলের সেন্টার ব্যাক কোলিবালির সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে ব্যথা পান মেসি। যারপর মেসি মাঠের কয়েক মিনিট কাতারান।

মেসি নিজে অবশ্য আশ্বস্ত করেছেন

মেসি নিজে অবশ্য আশ্বস্ত করেছেন

ক্লাবে মেসির গোড়ালির চোটের পরীক্ষা করে হয়েছিল। চিকিৎসক ও দলের ফিজিয়ো মেসির চোট গুরুতর নয় বলে ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার লিও প্রস্তুতিতে এলে মেসির সঙ্গে কথা বলার জন্য সংবাদমাধ্যমের বেশ কিছু প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। করোনা উদ্বেগের কারণে তাঁদের ক্লাব চত্বর থেকে দূরে সরিয়ে দেওয়া হলেও ক্লাব ছাড়ার সময় মেসি সাংবাদিকদের উদ্দেশ হাত নেড়ে যান। যেসময় তাঁর হাঁটাচলা কোনও সমস্যা চোখে পড়েনি। যদি সূত্রের খবর প্র্যাকটিসের এলেও চোটের ঝুঁকি এড়িয়ে যেতেই নাকি ট্রেনিং করেননি মেসি।

করোনা কালে ফের মানবিক মেসি, ভেন্টিলেটর পাঠিয়ে আর্জেন্তিনার পাশে দাঁড়ালেন লিওকরোনা কালে ফের মানবিক মেসি, ভেন্টিলেটর পাঠিয়ে আর্জেন্তিনার পাশে দাঁড়ালেন লিও

English summary
Champions league: barcelona vs bayern munich,barca sweating on Lionel Messi's fitness as he sits out training with foot injury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X