For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাটিতে শুয়ে পড়ে মেসির অবিশ্বাস্য গোল! চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বার্সেলোনা

মাটিতে শুয়ে পড়ে মেসির অবিশ্বাস্য গোল! চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বার্সেলোনা

  • |
Google Oneindia Bengali News

ইতালির ক্লাব নাপোলিকে ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বার্সেলোনা। একটি গোল করে ও একটি করিয়ে দলকে ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে তুললেন লিওনেল মেসি। মাটিতে আছড়ে ফেলেও মেসিকে গোল করা থেকে এদিন থামানো যায়নি। রক্ষণ ভেদ করে মাটিতে গড়াগড়ি খেয়ে দুরন্ত গোলে দলকে জয় এনে দেন। ফ্যানেরা কেন তাঁকে 'গ্রেটেস্ট অফ অল টাইম' বলেন, অপ্রতিরোধ্য মেসি তা আরও একবার প্রমাণ করলেন।

জিমি শেরগিল

জিমি শেরগিল

বলিউডের বহু ছবিতে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জিমিকে। ২০১৬ সালে দক্ষ এই অভিনেতার শোরগুল ছবিতে অভিনয় নিয়ে ফতোয়া জারি হয়েছিল।২০১৩ সালের মুজাফ্ফরনগর দাঙ্গার প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল। উত্তরপ্রদেশের বহু এলাকায় এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল। ফতোয়ায় বলা হয়েছিল জিমি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছেন। এই ছবির এমন কিছু দৃশ্যে তিনি অভিনয় করেছেন এবং সংলাপ বলেছেন যার জেরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি হবে।

ম্যাচের ফল

ম্যাচের ফল

শনিবার রাতে ইতালির ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারালো বার্সা। এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র হয়েছিল। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে নেমে এদিন দুই অর্ধ মিলিয়ে বার্সেলোনা দারুণ খেলেছে। দুই লেগ মিলিয়ে ক্লাব ৪-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গেল।

এ আর রহমান

এ আর রহমান

সুন্নি দল রাজা অ্যাকাডেমি একবার এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। মহম্মদ : ম্যাসেঞ্জার অফ গড ছবির জন্য জনপ্রিয় ইরানি পরিচালক মাজিদ মাজিদির সঙ্গে কাজ করার জন্য তাঁকে ফতোয়া দেওয়া হয়েছিল।

ম্যাচ জুড়ে মেসি ম্যাজিক

ম্যাচ জুড়ে মেসি ম্যাজিক

ম্যাচ রিপোর্টে মেসির গল্পই লিখতে হবে বেশি। ৩-১ গোলের জয়ে বার্সেলোনার জয়ে অধিনায়ক মেসি একটি গোল করান ও আরেকটি গোল করিয়েছেন, এই পর্যন্তই লিখেই থামা যাচ্ছে না। কারণ গতি , ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছেন পেনাল্টি। স্পট কিক থেকে কেবল বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ। মেসি নিজে আরও একটি গোল করেছিলেন, কিন্তু ভিআরের কারণে তা বাতিল হয়ে যায়।

শাহরুখ খান

শাহরুখ খান

২০১৩ সালে মারকাজি দারুল ইফতা দরগা অল হজরত বলিউডের বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। আর এই ফতোয়ার কারণ ছিল সন্তানের জন্মের আগে তার লিঙ্গ পরীক্ষা করানো এবং সন্তানের জন্ম দেওয়ার জন্য স্যারোগেসির সাহায্য নেওয়া। যদিও শাহরুখ সন্তানের জন্মের আগে তার লিঙ্গ নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছিলেন।

২৩ মিনিটে অবিশ্বাস্য গোল

২৩ মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্ত ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পেছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন লিও, তবে হাল ছাড়েননি। পড়ে গিয়ে মুহূর্তে উঠে অর্ধ শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দলকে ২-০ এগিয়ে দেন।

সলমন খান

সলমন খান

২০০৭ সালে গণপতি পুজোয় অংশ নিয়েছিলেন সলমন যেখানে গায়ক সোনু নিগম আরতি করেছিলেন। বারেলির দারুল-ইফতা-মঞ্জর-ই-ইসলাম অভিনেতার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। ২০০৮ সালে মাদাম তুসোর যাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন করার পর আর একবার দেহরাদুনের মুফতি দারুল ইফতা সলিম আহমেদ কাসমি সলমনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির কততম গোল

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির কততম গোল

এবারের চ্যাম্পিয়নস লিগে এটি মেসির তৃতীয় গোল। বার্সেলোনায় হয়ে ম্যাচের ১০ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে ও প্রথমার্ধের শেষদিকে স্পটকিক থেকে লুইস সুয়ারেজ বাকি দুটি গোল করেন। নাপোলির হয়ে দ্বিতীয়ার্ধে ইনসিনিয়ে একটি গোল করে ব্যবধানে কমালেও ম্যাচ জিততে পারেননি।

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন

১৯৯৩ সালে তসলিমার লেখা গল্প লজ্জা নিয়ে সিনেমাও তৈরি হয়েছিল আর তারই জেরে তসলিমাপর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল উত্তরপ্রদেশের মৌলানা তাকির রাজা খান, যিনি তসলিমার কাজকে মুসলমান বিরোধী বলে ব্যখ্যা করেছিলেন

কোয়ার্টারের বার্সার প্রতিপক্ষ

কোয়ার্টার ফাইনালে মেসির বার্সালোনাকে জার্মানির দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে হবে। ১৫ অগাস্ট ভারতীয় সময় ১২.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে।

English summary
Champions League: Lionel Messi helps Barcelona win aginst Napoli to reach Quater Final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X