For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্লাব ফুটবলে ছেড়ে যাওয়া জায়গা দখল করতে ফিরছেন চিডি

ফের ভারতীয় ফুটবলের রঙ্গমঞ্চে চিডে এডে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, স্পোটিং ক্লাব দ্য গোয়ার মতো ক্লাবে এক সময়ে দাপটের সঙ্গে খেলে যাওয়া চিডি ফের ফিরতে চলেছেন ভারতে।

Google Oneindia Bengali News

ফের ভারতীয় ফুটবলের রঙ্গমঞ্চে চিডে এডে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, স্পোটিং ক্লাব দ্য গোয়ার মতো ক্লাবে এক সময়ে দাপটের সঙ্গে খেলে যাওয়া চিডি ফের ফিরতে চলেছেন ভারতে। তবে, নিজের ফুটবল কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছনো ইস্টবেঙ্গল বা মোহনবাগানে নয়, চিডি ফিরতে চলেছেন পাহাড়ে। আসন্ন আই লিগের জন্য এই তারকা স্ট্রাইকারকে দলে নিল ২০১৬-১৭ মরসুমে আই লিগ জয়ী দল আইজল এফসি।

ভারতীয় ক্লাব ফুটবলে ছেড়ে যাওয়া যায়গা দখল করতে ফিরছেন চিডি

দীর্ঘ দিন ধরেই চিডির সঙ্গে কথা চালাচ্ছিলেন আইজলের রিক্রুটাররা। কিন্তু আর্থিক সমস্যার কারণে এবং চিডির চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে চিডিকে নিজেদের দলে নিতে পারছিল না আইজল এফসি। অবশেষে বিভিন্ন সমস্যার সমাধান করে চিডিকে দলে নিল আইজল।

ভারতে এখনও পর্যন্ত মোট আটটি ক্লাবে খেলেছেন চিডি। আটটি ভিন্ন ক্লাবের জার্সিতে চিডির মোট গোল সংখ্যা ১০৪। ভারতকে বিদায় জানিয়ে মালেশিয়ার ক্লাব কিদাহ এফএ-তে সই করেন চিডি। সেখানেও নিজের ফর্ম বজায় রাখেন এই নাইজেরীয় তারকা। ২৬ ম্যাচে করেন ১৮টি গোল। এর পর মালেশিয়া থেকে নাইজেরিয়ায় ফিরে গিয়ে চিডি যোগ দেন নিজের শহরের ক্লাব ইনুগু রেঞ্জার্সে। ৩০ ম্যাচে ১৭টি গোল করেন এনুগুর হয়ে।

এবার ফের তিনি ফিরতে চলেছেন ভারতে! ভারতে নিজের দ্বিতীয় ইনিংসে কেমন সফল হন চিডি, এখন এইটাই দেখার!

English summary
Chidi Edeh is ready to start his second innings in Indian club football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X