For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসাধারণ গোলকিপিংয়ের নমুনা রেখে ম্যাচের সেরা দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক

অসাধারণ গোলরক্ষা করে ম্যাচে সেরা দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

Google Oneindia Bengali News

গোটা ম্যাচে খেলল জার্মানি, কিন্তু জিতল দক্ষিণ কোরিয়া। যদি মনে করেন এর নেপথ্যে কৃতিত্ব রয়েছে দক্ষিণ কোরিয়ার দুই গোলদাতা কিম ইয়ং-গুন এবং সন হিউং-মিন-এর, তাহলে খুব ভুল ভাবছেন। এই দুই গোলস্কোরারের জন্য জিতলেও এই জয়ের নেপথ্যে কিন্তু সব থেকে বড় অবদান রয়েছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক চো হিউন-ও-এর।

অসাধারণ গোলকিপিংয়ের নমুনা রেখে ম্যাচের সেরা দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক

চো হিউন যদি এই ম্যাচে নিজেকে মেলে না ধরতে পারতেন তাহলে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই শেষ হয়ে যেত দক্ষিণ কোরিয়ার জয়ের আশা বা বিভিন্ন প্রকার জারিজুরি। এদিন গোটা ম্যাচে নিশ্চিত ভাবে একাধিক গোল বাঁচান এই তরুণ গোলরক্ষক। কিন্তু এই গোলরক্ষককেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে বিশেষ ব্যবহার করেননি দক্ষিণ কোরিয়ার কোচ।
এর আগে দেশের জার্সিতে মাত্র নয় ম্যাচ খেলা গোলরক্ষক যে খেলাটা খেললেন তা দীর্ঘদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার ফুটবল ভক্তরা। চোয়ের বিশ্বস্ত হাত এই ম্যাচে যদি প্রাচীর না হয়ে দাঁড়াত, তাহলে জার্মান বাহিনী অতি সহজেই জয়ে তুলে নিত পারত একাধিক গোলে।

বলা ভাল এদিন চোয়ের অসাধারণ গোলরক্ষার জন্যই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল ২০১৪ এর বিশ্ব চ্যাম্পিয়ানদের। যোগ্য ফুটবলার হিসেবেই এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে চো।

English summary
Outstanding performance of South Korean goalkeeper help him to achieve the award of Player of the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X