For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে নীরবেই শ্রাদ্ধানুষ্ঠান চুনী গোস্বামীর, ভিডিওতে শ্রদ্ধা জানাল সিএবি

করোনা লকডাউনে নীরবেই শ্রাদ্ধানুষ্ঠান চুনী গোস্বামীর, ভিডিওতে শ্রদ্ধা জানাল সিএবি

  • |
Google Oneindia Bengali News

করোনা কোপে দেশ জুড়ে ১৭ মে পর্যন্ত লকডাউন। যে পরিস্থিতিতে নীরবেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল কিংবদন্তি চুনী গোস্বামীর।

ক্রীড়ামন্ত্রীর শ্রদ্ধার্ঘ

ক্রীড়ামন্ত্রীর শ্রদ্ধার্ঘ

রবিবার চুনী গোস্বামীর যোধপুর পার্কের বাড়িতে ভারতীয় ফুটবল কিংবদন্তির শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শ্রদ্ধা জানান।

মন্ত্রী-সংসদরাও উপস্থিত ছিলেন

মন্ত্রী-সংসদরাও উপস্থিত ছিলেন

প্রয়াত চুনী গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়া মন্ত্রী সুজিত বসু ও সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন।

চুনী-পিকেকে নিয়ে স্মরণসভা

চুনী-পিকেকে নিয়ে স্মরণসভা

শনিবার কলকাতায় প্রথম প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্মরণসভা হয়। ভারতীয় ফুটবলের প্রয়াত দুই কিংবদন্তিকে অনলাইনে শ্রদ্ধার্ঘ্য জানায় ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার সন্ধ্যায় অনলাইনে প্রযুক্তির সাহায্য দেশের প্রাক্তন ফুটবলারদের এক ফ্রেমে এনে দুই কিংবদন্তিকে স্মরণ করা হয়।

অনলাইনে কারা শ্রদ্ধা জানালেন

অনলাইনে কারা শ্রদ্ধা জানালেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,সুভাষ ভৌমিক,ভাইচুং ভুটিয়া ছাডা় বাড়িতে বসে অনলাইনে অরুণ ঘোষ, শ্যাম থাপা, পিকের কন্যা পলা বন্দ্যোপাধ্যায় , মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু ও ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

এবার শ্রদ্ধা জানাল সিএবি

এবার শ্রদ্ধা জানাল সিএবি

ফুটবলার ছাড়াও ঘরোয়া ক্রিকেটে চুনী গোস্বামীর দাপট ছিল। বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন। ভিডিও বার্তায় চুনী গোস্বামীকে সিএবিও স্মরণ করেছে। সিএবি কর্তা ও বাংলার ক্রিকেটাররা প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানান।

ক্রিকেটাররা যা শ্রদ্ধা জানালেন

ক্রিকেটাররা যা শ্রদ্ধা জানালেন

প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শরদিন্দু মুখোপাধ্যায়, প্রণব রায় বর্তমানদের মধ্যে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, প্রয়াস রায় বর্মনরা শ্রদ্ধা জানিয়েছেন।

দিল্লিতে স্মরণসভা

দিল্লিতে স্মরণসভা

এর আগে নয়াদিল্লি ফুটবল সংস্থা ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ৪ মে এক স্মরণসভা করা হয়েছিল।

করোনার বিরুদ্ধে লড়াই, পুলিশকে কুর্নিশ জানাতে সচিন-বিরাট-জাহিরের অভিনব উদ্যোগকরোনার বিরুদ্ধে লড়াই, পুলিশকে কুর্নিশ জানাতে সচিন-বিরাট-জাহিরের অভিনব উদ্যোগ

English summary
Chuni Goswami's funeral ceremony happened during Corona Lockdown,CAB pay tribute to legend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X