For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কালে ফের মানবিক মেসি, ভেন্টিলেটর পাঠিয়ে আর্জেন্তিনার পাশে দাঁড়ালেন লিও

করোনা কালে ফের মানবিক মেসি, ভেন্টিলেটর পাঠিয়ে আর্জেন্তিনার পাশে দাঁড়ালেন লিও

  • |
Google Oneindia Bengali News

মাটিতে আছড়ে পড়ে গড়াগড়ি খেতে খেতে বাঁ-পায়ে বাঁকানো শটে গোল! নাপোলির বিরুদ্ধে মোসির পায়ের যাদুতে ম্যাজিক গোলে এখনও মোহিত ফুটবল দুনিয়া। অবিশ্বাস্য এই গোলে ঘোড় এখনও কাটেনি। তার মাঝেই মানবিক রূপে ধরা দিয়ে ফ্যানেদের হৃদয়ে ফের জায়গা করে নিলেন লিও।

করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এলেন মেসি

করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এলেন মেসি

করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তা করার কাজে ফের ব্যস্ত হয়ে পড়লেন মেসি। সোমবার মেসি তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্তিনার রোসারিয়োতে করোনা সাহায্য করেছেন।

আর্জেন্তিনার রোসারিয়োতে ভেন্টিলেটর পাঠালেন মেসি

আর্জেন্তিনার রোসারিয়োতে ভেন্টিলেটর পাঠালেন মেসি

রোসারিয়ো হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা। এর আগে মেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্জেন্তিনায় করোনা আটকাতে অর্থ সাহায্য করা হয়েছিল। সম্প্রতি আর্জেন্টিনায় নতুন করে আবার করোনা সংক্রমণের মাত্রা বেড়ে গিয়েছে।

শিশুদরে জন্য ভাবছেন মেসি

শিশুদরে জন্য ভাবছেন মেসি

শিশুরা বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছে। রোসারিয়ো হাসপাতালের ভেন্টিলেটরের সমস্যা বেড়ে যাওয়ার খবর শুনেই চিকিৎসকের পাশে দাঁড়ালেন মেসি। করোনা চিকিৎসার জন্য এবার ভেন্টিলেটর পাঠিয়েছেন মেসি। যেগুলি শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

মেসির বার্তা

মেসির বার্তা

ফাউন্ডেশনের মাধ্যমে এক বার্তায় মেসি বলেছেন, 'করোনায় গোটা বিশ্ব বিপর্যস্ত। ভাইরাস রোখা যাচ্ছে না। ডাক্তাররা অসহয়তা হয়ে পড়ছেন। ফুটবল দুনিয়ার মানুষদের সাহায্য করতে অনুরোধ জানাবো। এটাই সাধারণ মানুষদের পাশে থাকার সময়। এই অবস্থায় আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। যে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে অস্বস্তিবোধ করবেন না।'

শিশুদের চিকিৎসার জন্য যে বার্তা দিলেন মেসি

শিশুদের চিকিৎসার জন্য যে বার্তা দিলেন মেসি

পাশাপাশি করোনাকালে শিশুদের যেন উপযুক্ত চিকিৎসা হয় সেই নিয়ে মেসি বলেছেন, 'শিশুদের এই ভাইরাসের হাত থেকে বাঁচাতেই হবে। তার জন্য যে ধরনের সহায়তার দরকার, তা করতে আমি প্রস্তুত।'

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয়ের পাশে মৃত্যুঞ্জয়ী যুবরাজ, যোদ্ধা বলে সম্বোধনফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয়ের পাশে মৃত্যুঞ্জয়ী যুবরাজ, যোদ্ধা বলে সম্বোধন

English summary
Corona Covid 19: Messi donates ventilators to help to fight against coronavirus in Argentina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X