For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রভাব: ময়দানের ঐতিহ্যের বারপুজোতে ধাক্কা, মোহন-ইস্ট ক্লাবে বন্ধ থাকছে বারপুজো

করোনার প্রভাব: ময়দানের ঐতিহ্যের বারপুজোতে ধাক্কা, মোহন-ইস্ট ক্লাবে বন্ধ থাকছে বারপুজো

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা সংকট। বন্ধ খেলাধুলোর জগতের সমস্ত প্রতিযোগিতা। এই অবস্থায় ময়দানের বন্ধ আই লিগ। কলকাতা লিগ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে করোনা উদ্বেগের কারণে ময়দানের চিরাচরিত বারপুজো বাতিলের সম্ভবনা ছিল। এবার বাতিলের সম্ভবনাতেই শিলমোহর পড়ল।

মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কী জানানো হয়েছে

মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কী জানানো হয়েছে

ময়দানের শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এবছর বাংলার নববর্ষের দিন ঐতিহ্যের বারপুজো বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার কারণে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন দীর্ঘায়িত হতে চলেছে। এই পরিস্থিতিতে দেশের সর্বত্র সামাজিক দূরত্ব বজার রাখা ও গৃহবন্দি থেকে লকডাউন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তা মেনেই এবছর নববর্ষের দিন বারপুজো বন্ধ রাখা হল।

একই পথে ইস্টবেঙ্গল

একই পথে ইস্টবেঙ্গল

করোনা উদ্বেগের কারণে এবছর জীবনের ঝুঁকি নিয়ে কোনওভাবেই পয়লা বৈশাখে ক্লাবের মাঠে বারপুজো করা সম্ভব নয় বলেই সবুজ-মেরুন কর্তারাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার মোহনবাগানের অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর জানিয়ে দেওয়া হয়েছে। একই পথে হাঁটল ইস্টবেঙ্গল ক্লাবও। এবছর তাঁদের বারপুজোর অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।

বাগান সচিব যা বললেন

বাগান সচিব যা বললেন

মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেন, 'দেশ এখন করোনা মোকাবিলা প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাজ্যে করোনা লড়াইয়ে আমরা অংশ। সবাই মিলে ভাইরাস মোকাবিলা করতে হবে। করোনা ভাইরাসের প্রকোপের যা অবস্থা তাতে এবছর পয়লা বৈশাখে ময়দানের বহু প্রাচীন রীতি বারপুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। সমর্থকরা প্রতি বছর ময়দানের এই অনুষ্ঠানের অংশ হন। কিন্তু এই মুহূর্তে সামাজিক দূরত্ব মেনে চলা জরুরী। সমর্থক ও সহকর্মীদের সুরক্ষা সবার প্রথম বিষয়। আর সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। বারপুজো বন্ধ হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।'

ঐতিহ্যের বারপুজোর গৌরব এবার ধাক্কা খেল

ঐতিহ্যের বারপুজোর গৌরব এবার ধাক্কা খেল

উল্লেখ্য প্রতি বছর বাংলা নববর্ষের দিন সকালে ক্লাবের কর্তারা, মাঠকর্মী, অধিনায়ক, দলের সদস্য- সমর্থকরা ময়দানের বারপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকেন। বিশষ এই দিন থেকেই নতুন মরসুম শুরুর দিন হিসেবে ধর হয়।

লকডাউনে তলোয়ার চালিয়ে ভাইরাল রবীন্দ্র জাদেজা, ডেভিড ওয়ার্নারের প্রশংসালকডাউনে তলোয়ার চালিয়ে ভাইরাল রবীন্দ্র জাদেজা, ডেভিড ওয়ার্নারের প্রশংসা

English summary
Corona effect in bengal Football: bar puja wont be organised by mohun bagan-east bengal amid corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X