For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা ৭২ দিন বিমানবন্দরে আটকে ফুটবলার, ভারতেই ঘটল এমন ঘটনা

টানা ৭২ দিন বিমানবন্দরে আটকে ফুটবলার, ভারতেই ঘটল এমন ঘটনা

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপে বিশ্ব লকডাউনের প্রকোপ। টানা ৭২ দিন বিমানবন্দরে আটকে ফুটবলার। ভারতেই ঘটল এমন ঘটনা।

প্রথম সম্ভাবনা

প্রথম সম্ভাবনা

এআইএডিএমকের ১৩৩ জন বিধায়ক শশীকলাকে সমর্থন করবেন। বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে শশীকলা আহ্বান জানাবেন। এরপরই নিজের শক্তি প্রদর্শন করে মুখ্যমন্ত্রী হিসাবে সরকার গঠন করবেন শশীকলা নটরাজন। দলের মুখ্য কার্যালয়ে যে বিধায়কেরা তার সঙ্গে ছিল তারা এখনও সঙ্গে থাকলে এমনটাই হতে পারে। যার সম্ভাবনা প্রবল।

দেশে চার দফার লকডাউন

দেশে চার দফার লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশে ম্যারথন লকডাউন চলে। ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ভারতে চার দফার লকডাউন চলে। যার ফলে আন্তঃরাজ্য পরিবহন পরিষেবা বন্ধ ছিল। আর এই সময়ে ৭২ দিন মুম্বই বিমানবন্দরে বন্দি দশা কাটালেন ফুটবলার।

দ্বিতীয় সম্ভাবনা

দ্বিতীয় সম্ভাবনা

রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও কোনও পরিষ্কার সিদ্ধান্তে না আসা পর্যন্ত পন্নিরসেলবমকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শশীকলার পক্ষে বা বিপক্ষে রায় দিতে পারে। ততদিন রাজ্যপাল অপেক্ষা করতে পারেন। যদি শশীকলা দোষী হন তাহলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আর যদি নির্দোষ হন তাহলে মুখ্যমন্ত্রী হওয়া আটকাবে না তাঁর। এর সম্ভাবনাও প্রবল।

লকডাউনে আটকে পড়েন ঘানার ফুটবলার

লকডাউনে আটকে পড়েন ঘানার ফুটবলার

ভারত সফরে এসে ২৩ বছর বয়সী ঘানার যুব ফুটবলার র‌্যান্ডি জুয়ান মুলারে লকডাউনে আটকে পড়েন। কেরালার ওআরপিসি স্পোর্টস ক্লাবের হয়ে খেলার জন্য ভারতে এসেছিলেন মুলারে

তৃতীয় সম্ভাবনা

তৃতীয় সম্ভাবনা

রাজ্যপাল একদিকে পন্নিরসেলবম ও অন্যদিকে শশীকলা নটরাজনের বক্তব্য শোনার পরে সন্তুষ্ট না হলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন তামিলনাড়ুতে। এর ফলে ফের নতুন করে নির্বাচন হবে। এমন হলে জয়ললিতাকে বাদ দিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে এআইএডিএমকে-কে। যা সম্ভবত শশীকলা বা পন্নিরসেলবম কেউই চাইবেন না। ফলে এর সম্ভাবনা খুব বেশি নেই।

ভারতে কতদিনের ভিসা ছিল

ভারতে কতদিনের ভিসা ছিল

ভারতে খেলতে আসার জন্য ছমাসের ভিসা ছিল। জুয়ান মুলার গত বছর নভেম্বরে এদেশে এসেছিলেন। মেয়াদ শেষের আগে মার্চে ভারত থেকে ফিরে যাওয়ার কথা। ২১ মার্চ যুব ফুটবলার বাড়ি যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেই সময় ভারতে ক্রমেই করোনা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়েছিল। তার আগে ২১ মার্চ থেকে মুম্বই বিমানবন্দরে আটকে রয়েছেন মুলার। এভাবেই একদিন, দুদিন নয়, টানা ৭২ দিন তিনি বিমানবন্দরে বন্দি হয়ে থাকেন।

চতুর্থ সম্ভাবনা

চতুর্থ সম্ভাবনা

রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও পন্নিরসেলবমকে বলতে পারেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেও বলতে পারেন। কারণ ইতিমধ্যে পন্নিরসেলবম দাবি করেছেন, অনেক বিধায়ক নাকি তার সঙ্গে রয়েছে। ফলে সেটা করতে গেলেও অন্তত ৯০ জনের সমর্থন পন্নিরসেলবমের সঙ্গে থাকা জরুরি। যার সম্ভাবনাও খুব কম।

একেবারে যেন সিনেমার মতো

একেবারে যেন সিনেমার মতো

ঘানার যুব ফুটবলার জানিয়েছেন, ভারতের প্রতি ম্যাচ থেকে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা থাকলেও নভেম্বর থেকে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠেনি। যেকারণে হাতে টাকা ফুরিয়ে আসতেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু লকডাউনের জন্য মুম্বইয়ে আটকে পড়েন। বিমানবন্দরেরই ৭২ দিন কাটান। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে তাঁকে রাখতে না চাইলেও পরে থাকতে ও খেতে দেয়।

নিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলিনিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলি

English summary
Corona in sports: ghana footballer stuck in india, stay 72 days in mumbai airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X